‘রঙ বরসে’ থেকে ‘লহু ম্যায় লাগ গায়া’, হোলির সঙ্গে বলিউডের মেলবন্ধন না জানলেই মিস

হোলি ( holi ) বা দোল বাঙ্গালির জনপ্রিয় একটি উৎসব। এই উৎসব কেবল বাঙ্গালিরই নয় এই উৎসবটি সর্বদা মুখরিত হয় সর্বজনের মধ্যে দিয়ে। হোলি কথাটি মাথায় এলেই তার সাথে মাথায় আসে বলিউড ( most popular Bollywood songs )। আজ্ঞে হাঁ বলিউড। হোলির উৎসব আর বলিউড এই দুটোকে একে অপর থেকে আলাদা করার সাধ্য কারোর নেই। হোলিকে নিয়ে বলিউডে এত কাজ হয়েছে হোলি আর বলিউড ( most popular Bollywood songs ) একে অপরের খুব নিকট। হোলি উৎসব বৃথা যদি না বাজে ‘রঙ বরসে’ থেকে শুরু করে ‘বালাম পিচকারি’। শুধু কি এ কটাই হোলিকে কেন্দ্র করে আছে আরও কত গান। এসব গান আপনার তালিকায় না থাকলে হোলি হবে বেরঙ্গিন,তাই না জানলে জেনে নিন। দেখে নিন বলিউডের জনপ্রিয় সেই গানগুলো-
বালাম পিচকারি
বলিউডের অন্যতম সুপার ডুপার হিট গানগুলির মধ্যে একটি হল ‘বালাম পিচকারি’ ( most popular Bollywood songs )। এই গানটি ছাড়া হোলি অসম্পূর্ণ। গানটিতে দীপিকা ও রণবীরের রসায়ন নেটিজেনদের মুগ্ধ করেছিল। ছবিটি মুক্তির পরের বছরের হোলি থেকেই গানটি বেশ রমরমিয়ে বেজেছিল। সাম্প্রতিক সময়েও গানটির জনপ্রিয়তা এক বিন্দুও কমেনি।
আরও পড়ুন……ইউপি-র ফলাফলেই প্রিয়াঙ্কার রাজনৈতিক ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত, দোষারোপের পালা শুরু
হোলি কে দিন দিল
‘শোলে’ সিনেমাটি সম্পর্কে আলাদা করে কিছু বলার যে মানে হয়না সেটা আমরা সকলেই জানি। হোলি মানেই হল মনের সমস্থ অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়া। একে অপরের সাথে রঙ্গ মাখামাখি করে সবার মধ্যে নিজেকে বিলীন করে দেওয়াই হোলি। আর ঠিক এই ভাবনারই প্রতিফলন ঘটে ‘শোলে’ সিনেমার ‘হোলি কে দিন দিল’ গানটিতে। হোলির মত আনন্দের এই দিনে এরকম একটি গান না বাজলে যে হোলি বৃথা।
অঙ্গ সে অঙ্গ
‘ডর’ সিনেমার অত্যন্ত জনপ্রিয় একটি গান হল ‘অঙ্গ সে অঙ্গ’। হোলির দিনে এই গানটিকে উপেক্ষা করা একেবারেই অসম্ভব। জুহি চাওলা, শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি সেসময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।
রঙ্গে বরসে
অভিনেতা অমিতাভ বচ্চন , রেখা , জয়া বচ্চন অভিনীত ‘সিলসিলা’ সিনেমাটির কথা সকলেই জানে। এই সিনেমাটি আরও বেশি করে মনে থাকবে এর জনপ্রিয় গান ‘রঙ্গ বরসে’ ( Rang Barse ) এর জন্য। গানটি সেসময় তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। অমিতাভের নিজের গলায় গাওয়া এই গানটি প্রত্যেক হোলিতেই সিগনেচার সং এ পরিণত হয়েছিল। দর্শকদের কাছে এই গানের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা একটুও কমেনি।
আরও পড়ুন…………Child Violence: সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন, পরপর এনকাউন্টারে মৃত দুই ধর্ষক
সোনি সোনি আঁখিওবালি
শাহরুখ ভক্তদের কাছে সেরার সেরা গান ( most popular Bollywood songs ) হল এই গানটি। হোলি মানেই কি কেবলই রঙ্গ! একেবারেই নয় হোলি মানে একদিকে রঙ্গের মরশুম অন্যদিকে প্রেমেরও মরশুম। মহব্বত সিনেমার ‘সোনি সোনি আঁখিওবালি’ ( Soni Soni Akhiyon Wali ) গানটি হোলির রঙ্গ ও প্রেমে মিলেমিশে একাকার। এই গানটি প্রেম ও রঙ্গের মিশ্রণেরই আভাস দেয়। তাই যারা হোলিতে মনের মানুষকে প্রেম নিবেদন করতে চান তারা এই গানটি ইয়াদ রাখুন।