কোটি টাকার বাজেটে পর্দায় ফিরছে শক্তিমান! মূল চরিত্রে কি দেখা মিলবে মুকেশ খান্নার?

প্রত্যুষা সরকার, কলকাতা: ৯০ দশকে সুপারহিরো ভিত্তিক শো ‘শক্তিমান‘ ( Shaktimaan ) ছিল সব চেয়ে জনপ্রিয় ধারাবাহিক শক্তিমান ছিল সেই সময়ের বাচ্চাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক।এবার বড় পর্দায় দেখা যাবে এই আইকনিক চরিত্র শক্তিমানকে। ১৯৯৭ সালে ডিডি ন্যাশনাল-এ শুরু হওয়া এই অনুষ্ঠানটি দেখতে, সেই সময়ের শিশুরা শো শুরু হওয়ার আগেই টিভিতে বসে থাকত। এটি ছিল ৯০ এর দশকের শিশুদের জন্য শুধু একটি নাটক নয়, এটির সাথে জড়িত তাদের আবেগ।
প্রায় ১৭ বছর পর ফের দর্শকদের সামনে ফিরছেন এই সুপারহিরো। তবে এবার সিরিজ থেকে নয়, সিনেমা থেকেই দর্শকদের সামনে আসছেন ‘শক্তিমান’ ( Shaktimaan )। সম্প্রতি, একটি পোস্ট শেয়ার করেছে সনি পিচার্স ‘শক্তিমান’ সিরিজের উপর ভিত্তি করে একটি সিনেমার কথা ঘোষণা করে। এই সিরিজে শক্তিমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা মুকেশ খান্না এক সাক্ষাৎকারে এই সিনেমা সম্পর্কে জানিয়েছেন কিছু তথ্য।
৩০০ কোটির বাজেট
অভিনেতা মুকেশ খান্না তাঁর একটি সাক্ষাতৎকারে বলেছিলেন, ‘এই প্রকল্পটি অনেক বছর পর আমার কাছে এসেছে। লোকেরা আমাকে শক্তিমান 2 করতে বলত। আমি শক্তিমানকে ( Shaktimaan ) টিভিতে ফিরিয়ে আনতে চাইনি। আমি সনি দলের সাথে হাত মেলালাম। এটি একটি বড় সিনেমা যার বাজেট কমপক্ষে ৩০০ কোটি টাকা।’
শক্তিমান চরিত্রে কে অভিনয় করবেন?
মুকেশ খান্না আরও বলেন, ‘৩০০ কোটি টাকার বড় বাজেট,তাই ছবি বানাতেও সময় লাগবে, তবে এই ছবি হবে দেশি ধারণার ওপর ভিত্তি করে। স্পাইডার ম্যান প্রযোজনা করলেও এতে থাকবেন শক্তিমান ( Shaktimaan ) দেশি। ছবিটির গল্প আমি নিজের মতো করে তৈরি করেছি। আমার একটা শর্ত ছিল, ছবির গল্প বদলাবে না। জনগণ প্রশ্ন করছে, ক্ষমতাবান কে হবে? এটিও একটি খুব বড় প্রশ্ন, যার উত্তর আমি দেব না, তবে এটাও নিশ্চিত যে মুকেশ খান্না ছাড়া ক্ষমতা থাকবে না। ‘
‘শক্তিমান’ নামক এই সিরিজটি ১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর, ডিডি ন্যাশনাল-এ প্রচারিত হয়েছিল। ১০৯৭ থেকে ২০০৫ এর একটি লম্বা যাত্রা করেছিল এই ধারাবাহিক। এই সিরিজে মুকেশ খান্না গঙ্গাধর এবং শক্তিমানের ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন শক্তিমানের ( Shaktimaan ) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।