কলকাতার পর মুম্বাই । পুজোর দিনগুলিতে দেখা মেলে তাদের এক অন্য রূপে
মুম্বাইয়ের বেশ কিছু স্থান জনপ্রিয় তার দুর্গা পুজোর জন্য। এখানে দেখা মেলে বহু তারকাদের ।

অনেকেই হয়তো ভাবেন যে , বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো একমাত্র গোটা কলকাতা শহরকে মাতিয়ে রাখে । কিন্তু ত সম্পূর্ণ ভুল একটি ধরনের কলকাতার পাশাপশি মুম্বাইয়ের মত জায়গার বেশি কিছু স্থান আছে যেইগুলো এই দুর্গাপুজোর গুলির জন্য বিখ্যাত । সেই জায়গা গুলি কি কি তাএবার দেখে নেওয়া যাক।
১.নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পূজা সমিতি : জুহু নর্থ বম্বে সর্বজনীন দুর্গোত্সব দেশবাসীর কাছে ‘মুখার্জিবাড়ির পুজো’ নামেই পরিচিত। এই পুজটি হতে থাকে রানি কাজলের নিজস্ব বাড়িতে যেখানে দেখা মেলে অন্যান্য আরও তারকাদের। এবার এই পুজোর বয়স বেড়ে ৫৭ বছরে পা দিল।
২.লোখান্ডওয়ালা দুর্গোত্সব : দ্বিতীয় স্থানে আছে বলিউড জগতের বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য দ্বারা আয়োজিত এই বিখ্যাত আরে এক পুজো। বিগত ২৬ বছর এই পুজোটি তিনি একনাগাড়ে করে আসছেন। এখানেও পুজোর কটা দিন ধুনুচি হাতে নিয়ে ঢাকের তালের সাথে নাচ বিখ্যাত।
৩. বিশ্বজিত্ চট্টোপাধ্যায়ের দুর্গাপুজো : জুহু বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বহুদিন যাবৎ মুম্বাইতে থাকেন। তিনিও ধুমধাম করে আয়োজন করেন দুর্গাপুজোর৷ বাবার পাশাপাশি ছেলে প্রসেনজিত এই পুজোর একজন অংশগ্রহণকারী। প্রতি বছরই হৃত্বিক রোশন এবং তাঁর বাবা রাকেশ রোশনকে তাদের দেখা মেলে এই পুজোতে।
৪. রামকৃষ্ণ মঠ এবং মিশন : খার রামকৃষ্ণ মঠের এই পুজোতে বচ্চন পরিবারের সদস্যদের দেখা যায়৷ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনদের সঙ্গে পরিবারের বর্তমান প্রজন্ম আরাধ্যাও উপস্থিত থাকে৷
৫. কুমার শানুর লোখান্ডওয়ালা পুজো : লোখাণ্ডওয়ালা বলিউডের আর একজন জনপ্রিয় গীতিকার কুমার সানুর এই পুজোটিও খুবই জনপ্রিয়।