‘কেউ বিয়ের জন্য, কেউ আবার অর্থলোভে!’ স্বার্থ পূরণে ধর্ম পরিবর্তন করেছেন এই অভিনেত্রীরা

মন্টি শীল, কলকাতা : গ্ল্যামার ওয়ার্ল্ড, বিনোদন জগতের এই বিশেষ শদ্বটির সঙ্গে প্রায় সকলেই পরিচিত বিশেষ ভাবে পরিচিত। গোটা দেশ তথা সমগ্র বিশ্ব এই গ্ল্যামার ওয়ার্ল্ডে রীতিমতো মুগ্ধ, বিশেষত বলিউড এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের প্রতি। তবে দক্ষিণী সিনেমার দিক থেকে বলতে গেলে এক কথায় বলা যায়, এখানকার সুন্দরী অভিনেত্রীদের দেখে রীতিমতো চোখ কপালে উঠে যায় আট থেকে আশি সকলের। তবে অসাধারণ অভিনয় এবং সৌন্দর্য দিয়ে জগৎজোড়া খ্যাতি অর্জন করা এই দক্ষিণী অভিনেত্রীদের কিছু গোপন তথ্য রয়েছে যা হয়তো অনেকের কাছেই অজানা। আর সেটা হল দক্ষিণী সিনেমার বেশ কিছু অভিনেত্রী নিজ সাহসে নিজ ধর্ম পরিবর্তন করেছেন। শুনে অবাক হলেন। তাহলে একনজরে দেখে নিন সেই অভিনেত্রীদের,

• নয়নতারা

11c61
দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত নয়নতারা (Nayanthara)। তার অভিনয় এবং এক্সপ্রেশনের দরুন রীতিমতো মন জয় করে চলেছেন সমগ্র দর্শক মহলের। তবে জানা গিয়েছে, দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী জন্মসূত্রে একজন খ্রিষ্ট ধর্মে দীক্ষিত ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এই অভিনেত্রী দক্ষিনী তারকা প্রভু দেবার সঙ্গে বিবাহের মধ্যে দিয়ে ধর্মের পরিবর্তন করেন। যদিও পরবর্তী সময়ে সেই সম্পর্ক ভেঙে যায় এবং বর্তমানে তিনি পরিচালক বিগ্নেশ শিবনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন।

• নাগমা

11c63
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফলতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত নাগমা (Nagma)। জানা গিয়েছে, অভিনেত্রীর বাবা ছিলেন জন্মসূত্রে একজন হিন্দু এবং তার মা ছিলেন মুসলিম ধর্মাবলম্বীর। কিন্তু গত ২০১১ সালে এই অভিনেত্রী তার নিজ ধর্ম পরিবর্তন করে খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন। যদিও এর মূখ্য কারন হিসেবে জানা যায়, দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী তার অভিনয়ের সঙ্গে সঙ্গে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ঘনিষ্ঠ মহলে অভিনেত্রী বলেছেন, তার মধ্যে হওয়া এক রাশ হতাশার দরুন তার ধর্ম পরিবর্তন করেছেন।

• আয়েশা টাকিয়া

11c62
অভিনেত্রী আয়েশা টাকিয়া (Ayesha Takia) কর্মসূত্রে দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে সঙ্গে একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী হিসেবেও নিজের ক্ষ্যাতি অর্জন করেছেন। জানা গিয়েছে, অভিনেত্রীর বাবা জন্মসূত্রে ছিলেন একজন গুজরাটি হিন্দু এবং তার মা ছিলেন কাশ্মীরী মুসলিম। এমন অবস্থায় অভিনেত্রী ফারহান আজমি নামক এক মুসলিম ধর্মাবলম্বীর সঙ্গে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন। শোনা গিয়েছে, তার বিবাহের কিছু পরেই সম্পূর্ণ রূপে মুসলিম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী আয়েশা টাকিয়া।

• খুশবু

11c64
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এক এবং অন্যতম সফল অভিনেত্রী হিসেবে পরিচিত খুশবু (Khushboo)। শোনা যায়, দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী জন্মসূত্রে একজন মুসলিম ধর্মাবলম্বী, অর্থাৎ একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তবে পরবর্তী সময়ে দক্ষিণের এই অভিনেত্রী বিয়ে করেন এক হিন্দু সিক-কে যার দরুন একেবারে পাকাপাকি ভাবে হিন্দু ধর্মে দীক্ষিত হন অভিনেত্রী খুশবু।




Leave a Reply

Back to top button