হাতে খড়কুটো ধরে মুম্বই আসা তারপর তারকা তকমা, জেনে নিন নওয়াজউদ্দিনের সম্পতির পরিমাণ

জয়িতা চৌধুরী, কলকাতা: হিন্দি সিনেমার পছন্দের অভিনেতাদের নাম জিজ্ঞেস করলে অনেকের নওয়াজউদ্দিন সিদ্দিকীকে ছাড়া সেই তালিকা সম্পূর্ণ হয় না। একজন শিল্পী যিনি চোখ, কথা, শরীরী ভাষা সবদিক দিয়ে অভিনয় করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং নাকচ করেছেন “আগে দর্শনধারী, পরে গুণবিচারী”- এই প্রবাদ বাক্যকে। সুদর্শন না হওয়া বা বলিউডে (Bollywood) স্বজনপ্রীতি (Nepotism) যে দরুনই হোক না কেন ‘নায়ক’ হওয়ার দৌড়ে পিছিয়ে পড়লেও শুধুমাত্র অভিনয় দক্ষতা বা তাকলাগানো ব্যক্তিত্বের জোরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)।

সুপারস্টার না হতে পারলেও এই মুহূর্তে দাড়িয়ে নওয়াজউদ্দিন একজন সফল অভিনেতা। সূত্রের খবর, কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক বিলাস বহুল গাড়ির মালিক তিনি। কয়েকদিন আগেই তিনি খবরের শিরোনামে ছিলেন তার সদ্য নির্মিত বাড়ির জন্য। তবে তার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর বলিউডের সুপারস্টার অভিনেতাদের মতো স্টারডম কোনোকালেই সাথে নিয়ে ঘোরেন না নওয়াজ। বরং আপাদমস্তক সাধারণ জীবন যাপন করতেই তিনি বেশি স্বচ্ছন্দ।

nawazuddin siddiqui 2

সম্প্রিতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর সম্পদের পরিমান নাকি ৯৬ কোটি টাকারও বেশি। মুম্বাইয়ে ‘নবাব’ নামে তার স্বপ্নের বাড়িও কিনেছেন তিনি। নওয়াজউদ্দিনের ( Nawazuddin Sidiqqui) এই স্বপ্নের বাড়িটি মুম্বাইয়ের ইয়ারি রোডে অবস্থিত। এটি নির্মাণে তিন বছর লেগেছে। নিজের এই বাড়ি তিনি স্বপ্নের মতো করে তৈরি করেছেন৷ একেকটা ইঁটে লেগে রয়েছে তার ভালোবাসা। বাড়ির অন্দরসজ্জা পুরোটাই নওয়াজের ভাবনায় হয়েছে বলেই খবর।

আরো পড়ুনঃ মুক্তি পেল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার অন্তিম অ্যালবাম! ভিডিও দেখে বেদনাহত অনুরাগী মহল

আরও জানা যায়, তার এই বাড়িটি নির্মাণে প্রচুর পরিশ্রম করা হয়েছে। নওয়াজউদ্দিন সিদ্দিকীর মাসিক আয় প্রায় এক কোটি রুপি। তিনি ২০১৭ সালে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন যার মূল্য ১২.৮ কোটি টাকা বলে জানা গেছে। তাদের মার্সিডিজ বেঞ্চ, বিএমডব্লিউ এবং অডি সহ অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে। একাধিকবার একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চলচ্চিত্র তারকা হওয়ার স্বপ্ন নওয়াজউদ্দিন সিদ্দিকীর কখনও তেমন একটা ছিল না। কিন্তু তিনি যে একজন অভিনেতা হতে চান, তা তিনি অনেক আগেই বুঝেছিলেন। সেজন্য তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে অভিনয় শিক্ষা নেওয়ার জন্য ভর্তি হন।

nawazuddin siddiqui 3

আরো পড়ুনঃ ফারহানের ছবি থেকে বাদ পঙ্কজ ত্রিপাঠী! অপমানিত বোধ করছি, জানালেন অভিনেতা

হাজার অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও, তিনি অভিনয় শেখা বন্ধ করেননি। এরপরেই নিজের ভাগ্য পরীক্ষার জন্য মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মায়া নগরী মুম্বইয়ের হাতছানিতে তিনি এসে পৌঁছন সেখানে। নওয়াজউদ্দিন যখন মুম্বাইয়ে আসেন, তখন তাঁর স্বপ্ন বড় তারকা হওয়ার ছিল না, বরং তিনি নাকি টেলিভিশনে কাজ করতে চেয়েছিলেন। আজকাল নওয়াজউদ্দিন সিদ্দিকী তার আসন্ন ছবি ‘টিকু ওয়েডস শেরু’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিটি প্রযোজনা করছেন কঙ্গনা রানাউত। এছাড়াও টাইগার শ্রফের ছবি ‘হিরোপান্তি ২’-এ ভিলেনের চরিত্রে তাকে লাগিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

আরো পড়ুনঃ বেতন না দেওয়ায় পড়তে হয়েছিল শিক্ষকের রোষের মুখে! দেখে নিন শাহরুখের অজানা কাহিনী




Leave a Reply

Back to top button