বৃহন্নললা রূপে চমক নওয়াজের, এল ‘হাড্ডি’র হাড় হিম করা ট্রেলার

প্রথমবার একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করছেন নওয়াজ তাতেই চমক। অপরাধ জগতের প্রতিহিংসার ছবি নজর কেড়েছে সবার।

শুভঙ্কর, নয়া দিল্লি: নাওয়াজউদ্দিন সিদ্দিকী, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার রিয়েল লাইফ অভিনয় সব সময় নজর কাড়ে দর্শকদের। তার অভিনীত বেশিরভাগ চরিত্রই হয় সমাজের পিছিয়ে পড়া এবং অপরাধ জগতের সঙ্গে যুক্ত এমন ব্যাক্তিরা। প্রতিক্ষেত্রেই নতুন করে দেখান নাওয়াজ। এবার মুক্তিপেল তার আগামী ছবি হাড্ডির ট্রেলার। দিল্লি এনসিআর, গুরগাঁও এবং নয়ডার এক অন্ধকার জগত নিয়ে এই সিনেমা তৈরি হচ্ছে। এই সিনেমাতে প্রথমবার নাওয়াজ দেখা যাবে এক বৃহন্নলার চরিত্রে। তার বিপরীতে থাকবেন অনুরাগ কাশ্যপ একজন গ্যাংস্টারের চরিত্রে।

এর আগে হাড্ডি সিনেমার প্রথম লুকে সবাইকে চমকে দিয়েছিলেন নাওয়াজ। এইবার এই ট্রেলারে তিনি আরও ভয়াবহ রূপ ধারণ করেছেন। একজন ট্রান্সজেন্ডার থেকে ভয়াবহ অপরাধী হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে এই ট্রেলারে। শুরুতেই নওয়াজের তিনি বলছেন, ‘জানো, আমাদের মানুষ কেন এত ভয় পায়? আমাদের আশীর্বাদ যেমন শক্তিশালী, তেমন অভিশাপও ভয়াবহ। তার থেকেও ভয়াবহ আমাদের প্রতিহিংসা।’ এরপরেই দেখানো হবে রকি ট্রান্সজেন্ডার থেকে কিভাবে হাড্ডি হয়ে গেলেন নাওয়াজ। ট্রেলারে দেখা যাচ্ছে ছোটখাটো কয়েকটা অপরাধ করে এলাহাবাদ থেকে দিল্লিতে এসে একটি বৃহন্নললা সম্প্রদায় যোগ দেন রকি। তার কিছুদিন পরে সেই সম্প্রদায়ের প্রধান কে এসে খুন করে দেন এলাকার এক গ্যাংস্টার। এই চরিত্রে অভিনয় করছেন ইলা অরুণ। তাদের প্রধান কে খুন করে দেওয়ায় মাথায় প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে হাড্ডির। বদলা নিতে উঠেপড়ে লাগে সে। বাকিটা জানতে গেলে দেখতে হবে ছবি। হাড্ডির ট্রেলার শেয়ার করে নওয়াজউদ্দিন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রতিশোধ কি কখনও এরকম হাড় হিম করা হয়েছে?হাড্ডি আসছে। এই প্রতিশোধের গল্প আপনাকে আপনার সিট থেকে উঠতে দেবে না”।

Haddi trailer,ZEE5,Nawazuddin Siddiqui

ছবিটির পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। চিত্রনাট্যেও তিনি আছেন। তাকে সঙ্গ দিয়েছেন অদম্য ভল্লা। নওয়াজউদ্দিনকে শেষবার ‘হিরোপান্তি ২’ ও ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে দেখা গিয়েছিল। হাড্ডি সিনেমাতে নওয়াজউদ্দিন এবং অনুরাগ ছাড়াও এই ছবিতে আরও রয়েছেন ইলা অরুণ, মহম্মদ জিশান আইয়ুব, সৌরভ সচদেভা, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লা। আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।




Leave a Reply

Back to top button