এক মাথা সিঁদুরে রাঙা হয়ে ব়্যাম্পে হাঁটলেন নববধূ পরিনীতা! দর্শকদের জন্য গিফট ফ্লাইং কিস…

শাড়ি-সিঁদুরে ব়্যাম্পে হাঁটলেন রাঘব পত্নী পরিনীতা।

পূর্বাশা, হুগলি: কিছুদিন আগেই রাঘব চাড্ডার সঙ্গে
গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। রাজস্থানে আয়োজিত পরিনীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান দেখে চোখ আটকেছে দর্শকদের। এখনও অভিনেত্রীর চোখে মুখে সদ্য বিয়ের রঙ। তবে বিয়ে পর্ব মিটিয়ে ধীরে ধীরে কাজে ব্যস্ত হচ্ছেন তিনি। সম্প্রতি নববধূর সাজেই তাঁর দর্শন মিলল ব়্যাম্প ওয়াকে।

Bollywood,Actress,Pariniti Chopra,Social media,Viral

ভারতীয় ডিজাইন লেবেল ফাবিয়ানার হয়ে ব়্যাম্পে
হেঁটেছেন অভিনেত্রী। তাঁর পরণে ছিল প্যাস্টেল রঙের শাড়ি, গলায় মাল্টি লেয়ার নেকলেস। হাতে পরা ছিল চূড়া। তবে অভিনেত্রীর সাজ পোশাকে যেটা সবচেয়ে আকর্ষণীয় ছিল, তা হল তাঁর এক মাথা সিঁদুর। অভিনেত্রীর মুখের হাসিতে মঞ্চ যেন আরও রাঙা হয়ে উঠল।

Bollywood,Actress,Pariniti Chopra,Social media,Viral

ব়্যাম্পে হাঁটার সময় অভিনেত্রী যে বেশ আনন্দ পেয়েছেন তা তাঁর এক্সপ্রেশনেই বোঝা যায়। এক জায়গায় থেমে দর্শকদের জন্য ফ্লাইং কিস ছুঁড়তেও
দেখা যায় পরিনীতিকে। তার পরেই জোড় হাত সন্মান জানিয়েই ফিরে যান অভিনেত্রী। বিয়ের পর নতুন করে অভিনেত্রীকে ফিরতে দেখে বেশ খুশি অনুরাগীমহল।




Leave a Reply

Back to top button