খুল্লামখুল্লা রোম্যান্সে মজে নিক-প্রিয়াঙ্কা, নাতনিকে নিয়ে আক্ষেপ মধু চোপড়ার

বলিউড হোক বা হলিউড বিনোদনের এই দুই বিশেষ অংশকে একত্রিত করে রেখেছে এরা। শুধুকি তাই, এই জুটির জন্য সর্বদাই সরগরম হয়ে ওঠে পেজ থ্রি। এরা আর কেউ নন একজন হল হলিউডের বিখ্যাত পপ তারকা নিক জোনাস আর অপর জন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। কীভাবে বা কোন কোন পদ্ধতিতে নেটিজেনদের নজর কাড়তে হয় সেটা এই জুটির বেশ ভালো করেই জানা আছে।
চলতি বছরেই অর্থাৎ ( 22 th January 2022) সারোগেসির মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এর পর থেকে একের পর এক কৌতূহল নিয়ে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে দেশি গার্ল। প্রথমবার মা হবার পর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াতে ছবি তো দূরহস্ত, কন্যা সন্তানের নাম পর্যন্ত জানাননি এই হিট জুটি। মা প্রিয়াঙ্কা চোপড়া হলেও কিছু গোপন তথ্য ফাঁস করলেন দেশি গার্লের মা মধু চোপড়া।
আরও পড়ুন ….সৌন্দর্যের সংজ্ঞা পূর্ণতা পায় বাস্তবের গাঙ্গুর রূপের ঝলকে! প্রকাশ্যে মাফিয়া কুইনের অদেখা ছবি
আরও পড়ুন ….অর্থ কষ্টের আগুনে জ্বলছে লঙ্কা, সরকারের ব্যর্থতা নাকি অন্য কিছু, রইল কারণ
মা হবার পর দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলসে রয়েছেন। অভিনেত্রীর মা অর্থাৎ মধু চোপড়া বর্তমানে ভারতে রয়েছেন। তার আক্ষেপ প্রিয়াঙ্কার কন্যা সন্তান ও তার নাতনি আসার পর তাদের দুজনের সাথে এখনও পর্যন্ত দেখা হয়নি । যদিও এই বিষয় নিয়ে মধু চোপড়া বলেছেন, নতুন অতিথি আসার পর থেকে এখনওপর্যন্ত দেখা হয়নি। কারন আমি অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বর্তমানে ভারতে রয়েছেন। আর প্রিয়াঙ্কা তার স্বামী নিক জোনাস এর সাথে লস অ্যাঞ্জেলসে রয়েছেন।
আরও পড়ুন ….বন্ধুর প্রেমে মত্ত হয়ে রবি হলেন রিয়া! তবু পেলেন না প্রেমের কদর
তিনি আরো বলেছেন, কন্যা সন্তান আসায় তিনি খুব খুশি। নতুন অতিথির সাথে দেখা না হলেও চলতি বছরের মাঝামাঝি সময়েই দেখা হবে তাদের সাথে। মধু চোপড়া বলেছেন, এখনও পর্যন্ত প্রিয়াঙ্কার কন্যা সন্তানের নামকরণ করা হয়নি। পন্ডিতজি ভালো নাম বাছাই করলেই এই নামকরণ সম্পন্ন করা হবে। তবে যাই হোক না কেন ঔ একরত্তির মুখ দেখার জন্য তাদের অনুরাগীরা যে আপ্লুত তা আর বলতে বাকি রাখে না।
প্রসঙ্গত, নিক জোনাস হলেন একজন হলিউডের পপ তারকা। আর বলিউডের দেশি গার্ল হল প্রিয়াঙ্কা চোপড়া। এই জুটিটি ( 1st December 2018 ) তে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন। এর পর থেকেই বলিউড, হলিউড ও পেজ থ্রি কে সর্বদা সরগরম করে রেখেছে এই দুজনের জুটি। পোশাক হোক বা স্বামী স্ত্রীর মধ্যে সীমাহীন ভালোবাসা, এরা সব সময়ই থেকেছেন শিরোনামে। গত ( 22nd December 2021 ) সারোগেসির মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের মা হন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এর পর থেকে ফের অনুরাগীদের মনে জায়গায় করে নেয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এর জুটি। এখন নতুন অতিথির মুখ দেখতে কৌতূহল এই দুই বিখ্যাত তারকার অনুরাগীরা।