মেয়েকে ‘লিভ ইন’ করতে দেননি নীনা, তবে সেই বিয়ে ভাঙার পরই নিজেকে দোষারোপ করেন তিনি
কিংবদন্তি ক্রিকেটার ভিভ ও বলিউড অভিনেত্রী নীনার কন্যা মাসাবা। নিজের ভুল মেয়েকে করতে দেননি নীনা। তবে সেই সম্পর্কের ভাঙ্গনের পরে নিজেকেই দায়ী করেন এই অভিনেত্রী।

শুভঙ্কর, মুম্বাই: আশির দশকে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্ক। এই সম্পর্কের পরিনতি হিসাবে অভিনেত্রী নীনার গর্ভে আসে সন্তান। তবে ভিভ নিজের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে নীনাকে নিয়ে ঘর করতে রাজি হননি। সময়ের ফেরে কোলে আসে কন্যা সন্তান মাসাবা। সেই সময় কঠিন পরিস্থিতি সামলে একার হাতেই মানুষ করেছেন নিজের মেয়েকে। তাই মেয়ে একেই ভুল করুক তা চাননি অভিনেত্রী। মাসাবা প্রথম স্বামীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে চাইলে সোজাসুজি মানা করে দেন তিনি। পরামর্শ দেন বিয়ে করে নেওয়ার জন্য। আর দুই বছর যেতে না যেতে সেই বিয়ে ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ভেঙে পড়েন মাসাবার মা নীনা। ঘটনার পর তিনি মনে করতে থাকেন মেয়েকে লিভ ইন সম্পর্কে জন্য আটকানো তার ঠিক হয়নি। তিনি ভালো মা নন।
২০১৯ সালে মাত্র ২৮ বছর বয়সে নিজের প্রথম স্বামী প্রযোজক মধু মান্টেনার সঙ্গে সম্পর্কে ইতি টানেন নীনা গুপ্তা ও ভিভ রিচার্ডসের কন্যা মাসাবা। বিবাহ বিচ্ছেদের পর মাসাবা এখন অভিনেতা সত্যদীপ মিশ্রার সঙ্গে ঘর করছেন। দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিবাহের সিদ্ধান্ত নেন তাঁরা। সম্প্রতি টুইংকেল খান্নার সঙ্গে এক আলাপচারিতার সময় মাসাবা তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনার কথা ফাঁস করেন। তিনি জানান তাঁর বিবাহ বিচ্ছেদের পর খুব ভেঙে পড়েছিলেন নীনা। মাসাবার কথায়, ‘ডিভোর্সের কথা শুনে মা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল সম্পর্ক শুরুই হল না।সবে দু-বছর হয়েছে। এত দ্রুত সব শেষ। একসঙ্গে তো সময়ই কাটল না। আসলে আমি চেয়েছিলাম আমার প্রাক্তন স্বামীকে বিয়ের আগে লিভ ইন করতে। কিন্তু মা রাজি হননি। সেই সময় মা বলেন আমি ভুল করেছি, তুমি একই ভুল করবে না। যদি তুমি নিশ্চিত হও, তাহলে বিয়ে করে নাও। মা আমাকে সবকিছু গুছিয়ে দিয়ে কোর্টে পাঠিয়েছিল বিবাহের জন্য”। এই ফ্যাশন ডিজাইনার আরও বলেন, “ আমার জীবনের ওই সময়টাতে মা খুব রক্ষণশীল মনোভাব নিয়ে চলছিল। আসলে তিনি চাননি তাঁর সঙ্গে যা ঘটেছে সেটা আমার সঙ্গে ঘটুক। তবে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মা বলেন আসলে ভুলটা তার। উচিত ছিল তুমি যা চাইছো সেটায় সায় দেওয়া,একসঙ্গে সহবাসের পর তোমরা সিদ্ধান্ত নিতে পারতে। আমার উচিত ছিল তোমার উপর জোর না খাটানোর। আমি বোধহয় ভালো মা নয়”।
প্রথম বিয়েতে তাড়াহুড়ো করলেও দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে কোনও ধীরে চলার নীতি মাসাবা। দীর্ঘ তিন বছর চুটিয়ে প্রেম করার পরে অভিনেতা সত্যদীপের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। চলতি বছরেই এই কাজ সেড়েছেন তাঁরা । নিজেদের ঘনিষ্ঠমহলের কয়েকজনের উপস্থিতিতে বিয়ে হয় তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভ রিচার্ডসও।