‘অনু মালিক টুকলিবাজ!’, নুসরত আলি খানের বিষ্ফোরক মন্তব্যে তোলপার নেট দুনিয়ায়

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম জগৎ। এখানে প্রতিনিয়ত নিত্য নতুন সৃষ্টির সঙ্গে সঙ্গে জন্ম নেয় নতুন নতুন বিতর্কের। যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে বিনোদনের এই বিশেষ ক্ষেত্রকে। ইদানিং কালে, এই রকমেরই এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বলিউড তথা সমগ্র নেট দুনিয়া। কিন্তু কি সেই মন্তব্য? জানা গিয়েছে, একদা এক সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় সুরকার অনু মালিককে (Anu Malik) টুকলিবাজ বলে সম্বোধন করেছিলেন ওস্তাদ নুসরত আলি খান (Ustad Nusrat ali Khan)।

তবে শুধু মাত্র অনু মালিকই নন, সঙ্গীত ওস্তাদের কাছে টুকলিবাজ আখ্যা পেয়েছেন বলিউডের আরও এক জনপ্রিয় সুরকার বিজু শাহরা (Biju Sahara)। কিন্তু কেন হঠাৎ জনপ্রিয় সঙ্গীত সুরকারদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন? জানা গিয়েছে, এক সময় ওস্তাদ নুসরত আলি খান (Ustad Nusrat Ali khan)এর সঙ্গীত অনুকরণ করে তার রিমেক তৈরী করেছিলেন এই দুই জনপ্রিয় সঙ্গীত সুরকার। ওস্তাদের বক্তব্য ছিল, ‘সঙ্গীত সুরকার অনু মালিক এবং বিজু সাহারাকে বেস্ট কপি অ্যাওয়ার্ডে সম্মানিত করা উচিত।’

31c52

কারণ এই ক্ষেত্রে অনেকে সফল না হলেও অনুকরণ করে বেশ সফলতা অর্জন করেছেন। সঙ্গীত ওস্তাদের এই ভাইরাল হওয়া ভিডিও সম্প্রতি কিছু দিন যাবত নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে তাকে খুব ঠান্ডা মস্তিষ্কের সঙ্গে এই দুই বলিউড সঙ্গীত সুরকারদের উদ্দেশ্য করে মন্তব্য করতে দেখা গিয়েছে। সাধারণত ওস্তাদ নুসরত আলি খান-এর কন্ঠে গাওয়া গান শ্রোতাদের মনকে মুগ্ধ করে তোলে। কিন্তু শিল্পীর এই ভাইরাল হওয়া ভিডিও নেট দুনিয়াতে ছড়িয়ে পড়ার পর মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও।

 

View this post on Instagram

 

A post shared by Bollywoodirect (@bollywoodirect)


তাদের বক্তব্য, বর্তমান সময়ে দাড়িয়ে প্রায় বেশীর ভাগ গানই অনুকরণ করে তৈরি করা। কিছু কিছু ক্ষেত্রে সুরে সামান্য পরিবর্তন থাকলেও, বেশির ভাগ ক্ষেত্রেই সুর অপরিবর্তিত থাকে। যাকে বর্তমান সময়ে দাড়িয়ে বলা হয় রিমেক। আর এই রিমেকের যুগে দাড়িয়ে এই সমস্ত কিংবদন্তি শিল্পীদের করা সৃষ্টি ধীরে ধীরে মুছে যেতে চলেছে। ওস্তাদ নুসরত আলি খান আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তার এই মন্তব্য সেই হারিয়ে যাওয়া সুরকারদের সুর ফের একবার উজ্জীবিত হবে তা আর বলতে বাকি থাকে না।




Leave a Reply

Back to top button