কালো পোশাকে আগুন ঝরালেন নিয়াসা, মনীষ মালহোত্রার শো’তে চাঁদের হাট

বলিউডে নামকরা ফ্যাশন ডিজাইনারের মধ্যে অন্যতম হল মনীষ মালহোত্রা। নামী এই ডিজাইনারের পোশাকে সেজে উঠতে দেখা যায় বলিউডের বহু তারকদের। বিভিন্ন এ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনীষ মালহোত্রার পোশাকই শেষ কথা বলে। এবার মনীষের পোশাকে রুপের আগুন ঝরালেন অজয়-কাজলের কন্যা নিয়াসা ( Nysa Devgan ) । বলিউডের অন্য তারকা সন্তানের মতই নিয়াসাকে ( Nysa Devgan ) নিয়েও অনেক গুঞ্জন শোনা যায়। কবে আসতে চলেছেন বড় পর্দায়?নিয়াসাও মা-বাবার পথ অনুসরণ করবে। তবে বড় পর্দায় আগমন না হলেও, ডিজাইনার মনীষ মালহোত্রার হাত ধরে ফ্যাশন জগতে ইতি মধ্যেই পদার্পণ করে ফেলেছেন তিনি। সম্প্রতি মনীষ মালহোত্রা তার নিজের সামাজিক মাধ্যমে নিয়াসা ( Nysa Devgan ) ও জাহ্নবীর বেশ কিছু ফটো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে এই দুই তারকা সন্তানকে লাস্যময়ী রুপে পোজ দিতে। পরনে তাদের মনীষ মালহোত্রার ডিজাইন করা পোশাক। এর আগেও বহু তারকা সন্তানকে মনীষের পোশাকে সেজে উঠতে দেখা গিয়েছে। বিভিন্ন সেলিব্রেটিরাও বিয়েতেও এই ডিজাইনারের পোশাকে সেজে উঠতে ভালোবাসেন। এবারেও তার পোশাকে নজর কাড়ল নিয়াসা।
View this post on Instagram
আরও পড়ুন…………‘নামে কি আসে যায়!’, নাম দিয়েই কাম, বলিউডে নাম বদলেছে যেসব তারকারা
কাজল কন্যা নিয়াসাকে কালো পোশাকে দেখাচ্ছে অসাধারণ। নিয়াসার পোশাকটি তৈরি করতে অনেক সময় লেগেছে বলে জানিয়েছেন ডিজাইনার মনীষ মালহোত্রা। কালো রঙ্গের পোশাকটিতে রয়েছে ঝরির কাজ। অনবদ্য এই পোশাকেনিয়াসার রুপের আগুন যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে। সঙ্গে ছিল জাহ্নবী। বরাবরের মতই সুন্দরী ও আকর্ষণীয় রুপে মজিয়ে রাখেন নেটিজেনদের। কাজল কন্যা নিয়াসার ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে। অনেকেই জানান এবার নিয়াসাকে বলিউডে দেখতে চাই, আবার কেউ লিখেছেন মনীষের পোশাকেনিয়াসাকে অপরূপ দেখাচ্ছে। মনীষের সুখ্যতি এখন সারা বলিউডে।
আরও পড়ুন…………প্রাক-নববর্ষে নয়া উপহার! এপ্রিলেই চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন
প্রসঙ্গত নিয়াসার বলিউডে আগমন নিয়ে কাজল-অজয় বরাবরই বলেছেন তারা তাদের মেয়ের ইচ্ছেকেই গুরুত্ব দেবেন। বাবা মায়ের ইচ্ছে মেতে যেটা ইচ্ছে সেতাই করুক। আপাতত নিয়াসা বাইরের দেশে উচ্চতর পড়াশুনো করছেন। তবে এই তারকা সন্তান আগেও কয়েকবার বলেছেন তিনি মডেলিং এর ব্যাপারে খুবই আগ্রহি। এখন অপেক্ষা কবে তিনি পুরোদমে কাজে নামেন। তবে এই মুহূর্তে নিয়াসা পড়াশুনো নিয়েই অধিক ব্যস্ত।