টাকা থাকতেও মেলেনি ভালবাসা! জুহিকে বিয়ের প্রস্তাব দিয়ে চড় খেয়ে বাড়ি ফিরেছিল সলমন

রাখী পোদ্দার, কলকাতা : ৫৬ বছর বয়সে পা রাখলেও এখনও পর্যন্ত বলিউডের মোস্ট এলিজেবেল ব্যাচেলর হয়েই আছেন ভাইজান। মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাইয়ে ( Aishwarya Rai)র সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিভিন্ন সম্পর্কে জড়ালেও আজ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তিনি। তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগেও যে সালমান খানে ( Salman Khan)র জীবনে প্রেম এসেছিল তা হয়তো অনেকেরই অজানা। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। ঐশ্বর্য রাইয়ের আগে বলিউডেরই এক সুন্দরীর প্রেমে পড়েছিলেন তিনি। এমনকি তাঁকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলেন। আজ সব কিছু থাকলে একসাথে সুখের সংসার বাঁধতেন তাঁরা। কিন্তু কে সেই সুন্দরী অভিনেত্রী?
তিনি হলেন ৯০এর দশকে বলিউডের ( Bollywood) জনপ্রিয় এক অভিনেত্রী জুহি চাওলা ( Juhi Chawla)। একসময় জুহি চাওলাকেই নিজের মন দিয়ে বসেছিলেন বলিউডের ভাইজান। খুব পছন্দ করতেন তাঁকে। শোনা যায় জুহিকে প্রেমের প্রস্তাব না সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলেন বলিউডের ভাইজান। ঘটনাটি খানিকটা চমকে দেওয়ার মতো হলেও পুরোপুরি সত্যি। আর এই বিষয়টি জানার জন্য আপনাকে পিছিয়ে যেতে হবে কিছু বছর আগে। সালটা ১৯৯২ এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন খোদ সালমান খান ( Salman Khan)।
শোনা যায় জুহিকে বিয়ের প্রস্তাব পাঠানো হলে সেই প্রস্তাব গৃহীত হয়নি। আর এর পিছনে বড়ো কারণ ছিলেন জুহি চাওলার বাবা। শোনা যায় মেয়ে জুহির সাথে সালমানের বিয়ে দিতে রাজি হননি তিনি। সেই সাক্ষাৎকারে সালমন খান বলেছিলেন, জুহি ( Juhi Chawla) খুব মিষ্টি মেয়ে। ওঁর বাবার কাছে তিনি বিয়ের প্রস্তাব নিয়ে যান। কিন্তু উনি তাঁকে ফিরিয়ে দেন। এই নিয়ে সালমানকে যখন পাল্টা প্রশ্ন করা হয় যে কেন উনি এই বিয়ে মেনে নেননি? তার উত্তরে সালমান বলেন, হয়তো আমাকে ওঁনার যোগ্য বলে মনে হয়নি।
শোনা যায় এই ঘটনার পর থেকে জুহি নাকি সালমনের সাথে কোনো ছবি করতে চাননি। তাঁদের জুটির আজ পর্যন্ত একসাথে কোনো ছবি নেই। যদিও জুহি অভিনীত দিওয়ানা-মস্তানা ( Deewana Mastana) নামের একটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা মিলেছিল সালমনের। আর আশ্চর্যজনকভাবে সেই ছবিতে বিয়ের দৃশ্যেই দেখা মিলেছিল দুজনের। গোবিন্দা, অনিল কাপুর অভিনীত সেই ছবিতে শেষ দৃশ্যে সালমনের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করতে দেখা গিয়েছিল জুহি ও সালমনকে। আজ পর্যন্ত সলমন অবিবাহিত থাকলেও, সুখের সংসার পেতেছেন জুহি। ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের দুই সন্তানও রয়েছে, মেয়ে জাহ্নবী এবং ছেলে অর্জুন।