দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘পঞ্চায়েত ২’! জেনে নিন সিনেমার সমস্ত খুঁটিনাটি

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি একের পর এক হিট সিনেমা গোটা বক্স অফিস জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। বিশেষত বলিউড এবং দক্ষিণী সিনেমা গুলি। তাদের মধ্যে অন্যতম হল, গাঙ্গুবাঈ, RRR, KGF Chapter 2 এর মতো সিনেমা। RRR মুক্তি পাওয়ার পর চর্চায় থাকলেও KGF Chapter 2 নিয়ে যেন চর্চা শেষ হতেই চাইছেনা। তবে এইবার এই চর্চাকে আরও দীর্ঘায়িত করার জন্য সুদৃড় বন্দবস্ত করল অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও।
সম্প্রতি এই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ওয়েবসিরিজ ‘পঞ্চায়েত ২’। সম্প্রতি এই সিনেমার ট্রেলার ও জনসমক্ষে প্রকাশিত হয়েছে। যা দেখার পর রীতিমতো আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে সিনেমা প্রেমিদের একাংশ। পরিচালক দীপক কুমার মিশ্র পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, চন্দন রায়, নীনা গুপ্তা র মতো অভিজ্ঞ জনপ্রিয় তারকাদের।
আরও পড়ুন ….একটি ছবির জন্য উপার্জন কোটি কোটি টাকা, মহেশ বাবুর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও
আরও পড়ুন ….বাবা নেই! অভিষেকের ছবিতে কেক খাইয়েই জন্মদিন কাটালো ডল, দৃশ্য দেখে আবেগে ভাসছে নেটপাড়া
Finally Wait Is Over ~@PrimeVideoIN @jitendrajk06 #panchayat2 #PanchayatSeason2 Coming on 20th May.
One Day Before on My Birthday. pic.twitter.com/SbKacLufJN— Rohit Sisodiya (@irohitsisodiya) May 2, 2022
এর আগে ২০২০ সালে এই অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ পেয়েছিল জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দ্যা ভাইরাল ফিভার’। যা মুক্তির পর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এই বার এই সিনেমা যে ফের একবার শোরগোল ফেলতে চলেছে তা এই সিনেমার ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। শোনা গিয়েছে, এই বহুল আলোচিত ওয়েব সিরিজ চলতি মাসে অর্থাৎ ২০ শে মে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন ….মৃত্যু বার্ষিকীতে বাবার স্মৃতি চারণায় মিস জোজো, বাবার পাওয়া না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য তার
Finally, the wait is over! The new season of #AmazonPrimeVideo‘s much-loved series #Panchayat premieres on 20 May 2022. #Panchayat2 #PanchayatOnPrime #PanchayatSeason2 pic.twitter.com/6s7NZQtK8k
— Kaushik Kanthecha (@Kaushikdd) May 7, 2022
সিনেমাটির ট্রেলারে দেখা যাচ্ছে, মুখ্য চরিত্রে অভিনীত অভিনেতা জিতেন্দ্র কুমার এর অসাধারণ অভিনয়। আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, সিরিজের অন্যতম চরিত্র অভিষেক, সে ২০ হাজার টাকা বেতনের একটি চাকুরির জন্য গ্রামে এসেছেন। কিন্তু বর্তমানে তার মন পড়ে রয়েছে শহুরে পরিবেশে। তার মধ্যেই অভিষেক পঞ্চায়েত প্রধানের মেয়ের সঙ্গে প্রেমে মগ্ন হয়ে পড়েন। যার ফলে পরবর্তী সময়ে এই গ্রামটি তার জন্য উপযুক্ত বলে মনে হয়েছিল। যদিও সিরিজের প্রথম সিজনের প্রেম দ্বিতীয় সিজনে এসে এক্কেবারে মাখোমাখো ব্যাপার হয়ে উঠেছে। যদিও এই সবের মধ্যেই দর্শকরা আগ্রহের সঙ্গে সিনেমাটি মুক্তির জন্য ওপেক্ষা করছেন। যার রেশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া পড়তে শুরু করে দিয়েছে।