ব্লকবাস্টার হবে ‘পাঠান’ ছবি,বলিউডের বাদশার প্রশংসায় মুখর ভাইজান

রিমা শিয়ালী,কলকাতা: ভারতের চলচ্চিত্র জগতে এক জনপ্রিয় নাম হল শাহরুখ খান ( Shah Rukh Khan ) । বলিউড বাদশা ( Bollywood Badshah ) প্রত্যেক ছবিতেই নিজের নিখুঁত অভিনয়ের মাধ্যমে ভক্তদের মন জয় করে এসেছেন।দীর্ঘদিন পর আবার নতুন ছবি ‘পাঠান’ ( Pathan Movie ) নিয়ে বলিউডে ফিরছেন শাহরুখ খান। আর তা নিয়েই গুঞ্জন শুরু হয়েছে বলি পাড়ায়। শাহরুখ খানের কোটি কোটি ভক্তরা তার নতুন ছবি প্রকাশের অপেক্ষায় দিন গুনছে। ইতিমধ্যেই ছবির টিজার ( teaser ) ভিডিও প্রকাশ হওয়ায় গোটা বলিউড জুড়েই তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। আর এবার সেই চর্চায় সামিল হন বলিউডের ভাইজান সালমান খান ( Salman Khan ) ।
কে কার থেকে সেরা এই নিয়ে কিং খান এবং ভাইজানের ভক্ত দের মধ্যে চিরকালই দ্বন্দ্ব লেগেই রয়েছে। তবে বাস্তবটা একটু ভিন্ন। ভক্তদের মধ্যে দ্বন্দ্ব হলেও দুই খান কিন্তু একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বরং বাস্তবে তাদের মধ্যে এক ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর সেই সূত্রেই শাহরুখ খানের আসন্ন এই নতুন ছবিটির ( Pathan Movie ) চর্চার মুখর হল সালমান খান এবং ছবিটি ব্লকবাস্টার হবে বলেই মনে করেন তিনি।
সূত্রের মাধ্যমে দেখা গেছে শাহরুখ খানের এই নতুন ছবিতে ( Pathan Movie ) ১৫ মিনিটের একটি সিনে দেখা যাবে ভাইজানকেও।জানা গেছে গত বছর থেকেই আদিত্য চোপড়া ও সালমানের মধ্যে একাধিকবার ছবির বিষয়ে মিটিং হয়েছে।ফলে পাঠান ছবিতে নিজের ১৫ মিনিটের সিন ছাড়াও শাহরুখের সিনগুলিও দেখে ফেলেছেন সালমান খান। তাই সিনেমাটি যে হিট হতে চলেছে সে ব্যাপারে কোনো সন্দেহই নেই বলে জানিয়েছন তিনি।এছাড়াও ছবিটির ভিএফএক্স-এর কাজও প্রায় শেষ হয়ে গেছে।এবং আগামী বছরেই জানুয়ারি মাসে ছবিটি রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ছবিতে সালমান খানের পাশাপাশি শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। এছাড়াও ছবিতে থাকবে জন আব্রাহামও ।
আরও পড়ুন: মালদ্বীপে করিনা,বিকিনিতে রুপের আগুন ঝরালেন সাইফ বেগম
পাঠান ছবির ( Pathan Movie ) পাশাপাশি সালমান খান নিজের ছবি টাইগার ৩ এর জন্যও প্রস্তুতি নিচ্ছেন।এবং এই ছবিটিরও প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। অতএব দুই খানের ছবিই আসতে চলেছে বক্স অফিসে আর এর ফলেই বেড়েছে চর্চার পরিমাণও।যেমন পাঠান ছবি প্রকাশের আগেই শুরু হয়ে গেছে সমালোচনার ঝড়।ফিল্ম সমালোচক কমল রাশিদ খান পাঠান ছবির ( Pathan Movie ) টিজার রিলিজ হওয়ার পরেই কিং খানকে মন্তব্য করে বলেছেন যে কিং খান নাকি ছবি ফ্লপ হওয়ার ভয় পেয়েছিলেন আর এই কারণেই অক্ষয় কুমারের মত তিনিও দেশভক্তির সাহায্য নিচ্ছেন।এছাড়াও সম্প্রতি দ্য কাশ্মীর ফাইলস ছবিটি রিলিজ হওয়ার পরও সেই ছবির প্রশংসা করতে গিয়ে আরও একবার পাঠান এবং টাইগার ৩ ছবিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেছেন কমল রাশিদ খান।
আরও পড়ুন: ঋষি কাপুরের শর্মাজি নামকিন-এর ট্রেলারের মুক্তিতেই বাজিমাত, অপেক্ষায় ঋষিভক্তরা