সীমানা পেরিয়ে ছন্দের মিলন, পৌশালি-ফারুখের গানে প্রাণ পেল নব্বই দশক

গান ভালবাসেনা পৃথিবীতে এমন মানুষের সংখ্যা কম খুব কম আছে। আর সেটা যদি হয় নব্বই দশকের পুরনো হিন্দি গান ( Paushali-Farrukh song ) তাহলে তো সোনায় সোহাগা। ভারতীয়দের বরাবরই গানের প্রতি আলাদাই একটা আকর্ষণ রয়েছে। পুরনো হিন্দি গানের ভক্তদের জন্য বিশাল বড় একটি সুখবর নিয়ে এসেছেন পাকিস্থানের লাহোরেরে সঙ্গীতশিল্পি ফারুখ জাভেদ ও ভারতীয় ইউটিউবার পৌশালি সাহু ( Paushali-Farrukh song )। সম্প্রতি দু’দেশের এই সঙ্গীত শিল্পী মিলে নব্বই দশকের একটি পুরনো গানের রেকর্ডিং ( Paushali-Farrukh song ) সামনে এনেছেন। যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। নব্বই দশকের সবথেকে আলোচিত ‘দিল কি নজর সে,নাজরো কি দিল সে’ গানটি গেয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি করে দিয়েছেন। এই গানটি গেয়েছিলেন লতা মুঙ্গেশকর ও মুকেশ (Lata-Mukesh)।
আরও পড়ুন………Russia Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধে জৈব রাসায়নিক অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ
প্রসঙ্গত ভারত (India) পাকিস্থানের (Pakistan) সম্পর্ক যতই সাপে নেউলে হোক না ফারুখ (Farrukh Javed) ও পৌশালির (Paushali Sahu) গানের যুগলবন্দি এই দূরত্বকে ঘুচে দেয়। সীমানাগত দূরত্ব থাকলে গানের টানে দুজনের মধ্যে যে সম্পৃক্তি তা সত্যিই নজর কাড়ে। এই দুই সঙ্গীতশিল্পী শনিবার যৌথভাবে গানের ভিডিও নেট মাধ্যমে প্রকাশ করে। তার কিছুক্ষণের মধ্যেই ভিউস সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। কমেন্ট বক্স প্রশংসায় ভরে ওঠে। সকলেই এই যুগলদ্বয়ের গানকে ‘জাদুময়’ ও ‘মন্ত্রমুগ্ধকর’ বলে প্রকাশ করেছেন।
Dil ki nazar Se, Nazron ki dil se 🎶❤️This beautiful song by the timeless Lata-Mukesh duo from #Anari takes us back to simpler times,with a beaming Nutan and Raj Kapoor buoyant in love.. On the other mic with me, is Farrukh @furrukhjaved from Lahore. Tell us if you like the song. pic.twitter.com/Mvd1ZIzz2Q
— Paushali Sahu (@dreamzdotcom) March 12, 2022
আর পড়ুন……Russia Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধে জৈব রাসায়নিক অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ
এই যুগলের পরিচয় প্রসঙ্গে জানা যায় যে, পৌশালি সাহু এবং ফারুখ জাভেদ এরা একে অপরকে আগে থেকেই জানেন কারণ গানই ছিল তদের পরিচয়ের কারণ। দুজনেই একই ঘরানার গান গাইতে পছন্দ করেন। এছাড়াও তারা একই জায়গা থেকে গানের তালিম নেন। ফলস্বরূপ তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা ভবিষ্যতে এভাবেই যুগল বেঁধে আরও অনেক গান করার ইচ্ছে প্রকাশ করেছে।