এ যেন লক্ষ-কোটির খেলা! “পৃথ্বীরাজ” শুটে অক্ষয়-সঞ্জয়ের দাম চুকাতেই দেউলিয়া প্রযোজক

রাখী পোদ্দার, কলকাতা : সম্প্রতি প্রকাশ্যে এসেছে অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ ( Prithviraj) ছবির ট্রেলার। ঐতিহাসিক কাহিনীর প্রেক্ষাপটে নির্মিত ছবির ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই এই ছবি তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ অনুরাগী মতে যেমন এই ছবিটির ট্রেলার ছিল দুর্দান্ত। এটি দেখার পরে তাঁদের সারা শরীরে দিয়েছিল কাঁটা। তেমনই আবার কিছু মানুষ আছেন যারা পছন্দ করেননি এই ছবির ট্রেলার। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবির পরিচালক হলেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। একটি রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩০০ কোটির বাজেটে তৈরি করা হয়েছে এই সিনেমাটি ( Prithviraj)। এই হাই বাজেটের ছবিটি দেখতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ভক্তগণ। এই হাই বাজেট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ৩রা জুন। শোনা যাচ্ছে অভিনেতা সঞ্জয় দত্তের থেকে প্রায় ১২ গুণ অধিক পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয় কুমার। তবে আর দেরি না করে ছবি মুক্তির আগে এক নজরে দেখে নেওয়া যাক, ছবিতে অভিনয় করার জন্য কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
আরও পড়ুন : শুধুমাত্র টাকার বিনিময়ে নগ্নতা! দেখে নিন এমন ৫ অভিনেত্রীকে যারা ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন

অক্ষয় কুমার (Akshay Kumar)
সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। পৃথ্বীরাজ চৌহানের চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউডের এই খিলাড়ী। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ছবির জন্য অক্ষয় কুমার পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৬০ কোটি টাকা।
আরও পড়ুন : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘পঞ্চায়েত ২’! জেনে নিন সিনেমার সমস্ত খুঁটিনাটি

মানুষী চিল্লার (Manushi Chhillar)
এই সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। ২০১৭ সালে বিশ্ব সুন্দরীর খেতাবের সাথে সাথে সকল ভারতীয়দের মন জয় করেছিলেন মানুষী চিল্লার। জানা গিয়েছে, ছবির জন্য মানুষী চিল্লার পারিশ্রমিক নিয়েছেন ১ কোটি টাকা।
আরও পড়ুন : একটি ছবির জন্য উপার্জন কোটি কোটি টাকা, মহেশ বাবুর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও

সঞ্জয় দত্ত (Sunjay Dutt)
‘কেজিএফ চ্যাপ্টার টু’ (KGF Chapter 2)এর সেই ভয়ংকর চরিত্রের পর সঞ্জয় দত্তকে ফের দেখা যাবে ‘পৃথ্বীরাজ’এ। পর্দায় সঞ্জয় দত্তের উপস্থিতি দর্শক টানার জন্য যথেষ্ট। তিনি কাকা কানহের চরিত্রে অভিনয় করেছেন। সঞ্জয় দত্ত পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ৫ কোটি টাকা।
আরও পড়ুন : বাবা নেই! অভিষেকের ছবিতে কেক খাইয়েই জন্মদিন কাটালো ডল, দৃশ্য দেখে আবেগে ভাসছে নেটপাড়া

সোনু সুদ (Sonu Sood)
‘পৃথ্বীরাজ’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোনু সুদকে। ছবিতে কবি চন্দ্রবর্দাইয়ের ভূমিকায় রয়েছেন সোনু। করোনা অতিমারি পর সোনুকে পুনরায় পর্দায় দেখার জন্যে বেজায় উৎসুক ভক্তগণ। ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ৩ কোটি টাকা।
আরও পড়ুন : মৃত্যু বার্ষিকীতে বাবার স্মৃতি চারণায় মিস জোজো, বাবার পাওয়া না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য তার

মানব ভিজ (Manav Vij)
‘পৃথ্বীরাজ’ সিনেমায় প্রধান শত্রুপক্ষ মহম্মদ ঘোরির চরিত্রে অভিনয় করেছেন মানব ভিজ। ট্রেলারে তাঁর অসামান্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই পিরিয়ড ড্রামা থেকে মানব ভিজ পারিশ্রমিক নিয়েছেন ৬০ লক্ষ টাকা।