Priyanka Chopra- প্রিয়াঙ্কা চোপড়ার এই নতুন পোশাকের দাম শুনলে চমকে উঠবেন, জোর চর্চা নেটপাড়ায়

রাখী পোদ্দার, কলকাতা – বলিউডের ‘দেশি গার্ল’ এখন লন্ডনের স্টাইল স্টেটমেন্ট ঠিক করছে। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডেই নয় হলিউডেও তাকে এক ডাকে চেনেন সকলে। যত দিন গড়াচ্ছে, শিখরে উঠছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রামে স্বামী নিক জোনাসের পদবি বাদ দেন। আর তাতেই সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে গুজব। তাদের নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে। কিন্তু নিকের ওয়ার্কআউট ভিডিওতে একটি রোমান্টিক মন্তব্য পোস্ট করে, সমস্ত আশঙ্কা নস্যাৎ করে দেন প্রিয়াঙ্কা। বর্তমানে তিনি নেটফ্লিক্স স্পেশালে প্রিয়াঙ্কা ‘ব্রাদার্স ফ্যামিলি রোস্টে’র একটি অংশ হয়েছেন।

সম্প্রতি তিনি লন্ডনে গিয়েছেন কিয়ানু রিভসের সাথে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ (The Matrix Resurrections) প্রচার করতে। এই ইভেন্টেই এক উজ্জ্বল সবুজ মিনি পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই নিয়ে একটি রিল ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছেন, “Fall in London #MatrixPromotions @thematrixmovie।” তাঁর ভিডিওর ব্যাকগ্ৰাউন্ডে শরতের পাতাবাহার। শরতের পাতা ঝরার এমন অপরূপ দৃশ্যের বিপরীতে তাঁকে সবুজ রঙের পোশাকে লাগছে অসামান্য। তাঁর এই অসাধারণ পোশাক যেকোনো অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য একেবারেই নিখুঁত। আর তাতেই উত্তপ্ত হয়ে উঠেছেন নেটিজেনরা।

আরও পড়ুন……richest youtubers: ক‍্যারি মিনাটি থেকে সন্দীপ মাহেশ্বরী, জেনে নিন দশজন ধনীতম ইউটিউবারের আয়

স্কীন টাইট উজ্জ্বল সবুজ মিনি পোশাকে তাকে এতটাই সুন্দর লাগছিল যে দেশি গার্ল না বলে বিদেশি গার্ল বলা চলে। গয়না হিসেবে পড়েছিলেন একটি ব্রেসলেট এবং বড় হুপ কানের দুল। সাথে ছিল কমলা রঙের স্টিলেটোস। চুল ছিল খোলা, আর হালকা মেকআপের সাথে নিউড লিপস্টিক তাকে করে তুলছিল অতুলনীয়। শুধু প্রিয়াঙ্কা চোপড়াই নয় আপনিও এই পোশাকটি চাইলেই রাখতে পারেন নিজের আলমারিতে। অনলাইন ওয়েবসাইটে এই পোশাকটি আপনি পেতে পারেন নিজের হাতে। শুধু মাত্র সেক্ষেত্রে আপনাকে অবহিত হতে হবে এই পোশাকটির দাম সম্পর্কে। না না ১০ থেকে ১৫ হাজার নয় একেবারে ৫০ হাজারের ওপর দাম ধার্য করা হয়েছে এই পোশাকের। তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ প্রচারের জন্য লন্ডনে অবস্থিত জর্জিয়ান ফ্যাশন ডিজাইনার ‘ডেভিড কোমা’ এই পোশাকটি বানিয়েছেন।




Back to top button