Priyanka Chopra – হচ্ছে না কোনো বিবাহ-বিচ্ছেদ, জল্পনার অবসান ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া

ডিভোর্সের ঝড় উঠেছে বলি-টলি-হলি সর্বত্রই। এরই মাঝে বলিউডের ‘দেশি গার্ল'(Deshi Girl) এর সোশ্যাল অ্যাকাউন্ট (Social Account) নিয়ে জল্পনা বেঁধেছে নেটদুনিয়ায়। এতদিন পর্যন্ত অভিনেত্রীর সোশ্যাল সাইটে তার নাম ছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস'(Priyanka Chopra Jonas)। কিন্ত সম্প্রতি তিনি ‘জোনাস'(Jonas) পদবীটুকু সরিয়ে কেবল ‘প্রিয়াঙ্কা চোপড়া'(Priyanka Chopra) করে দিয়েছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনার সূত্রপাত ঘটেছে নিক জোনাসের সঙ্গে তার বিবাহ-বিচ্ছেদ নিয়ে।
বেশ কিছুদিন আগেই নিজের সোশ্যাল অ্যাকাউন্ট (Social Media) থেকে এই একইরকম ভাবে স্বামীর পদবী সরিয়ে নিয়েছিলেন তামিল অভিনেত্রী সামান্থা (Samantha) এবং তার কিছুদিন পরেই বিবাহ-বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর। তবে কি একই পথে হাঁটতে চলেছে প্রিয়াঙ্কা-নিকের (Priyanka Chopra Nick Jonas) সম্পর্কও? না, সমস্ত জল্পনার সূত্রপাত যেমন হয়েছিল তারই হাত ধরে, তেমন এর অবসানও ঘটালেন তিনিই। সোমবার ইনস্টাগ্রামে (Instagram) স্বামী নিক জোনাসের একটি ওয়ার্কআউটের পোস্টে কমেন্ট করে অভিনেত্রী জানান দেন যে তাদের সম্পর্কও আজও আগে, মতনই অটুট।
সোমবার নিক জোনাস ইনস্টাগ্রামে তার ‘Monday Motivation’ এর একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে তার বাইসেপ দেখিয়ে ওয়ার্কআউট করতে দেখা যাচ্ছে। এই ভিডিওতে তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনায় ইতি টেনেছে। বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা লিখেছেন, “Damn! I just died in your arms”। এর আগেও বেশ কয়েকবার প্রিয়াঙ্কা ও নিক জোনাসের ‘বিবাহ বিচ্ছেদ’-এর রটনা শোনা গিয়েছিল বলি পাড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া জানান, “প্রিয়াঙ্কা এবং নিকের মধ্যে কোনো সমস্যাই নেই। এ ব্যাপারে গুজব না ছড়ানোই ভালো।”
২০১৮ সালে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের পর থেকেই নিজের নামের পরে ‘জোনাস’ পদবী জুড়ে ছিলেন অভিনেত্রী। বিয়ের পর সাক্ষাৎকারে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা বলেন, “আমি বরাবরই নিজের সঙ্গে নিকের নাম জুড়তে চেয়েছিলাম। এছাড়া আমি প্রাচীন প্রথাতেই বিশ্বাসী আর আমি মনে করি, আমরা দুজনে একই পরিবার।” তাই এখন হঠাৎ করেই অভিনেত্রীর এই সিদ্ধান্ত নেটিজেনদের একটু কৌতূহলী করেই তুলেছিল। পাশাপাশি বিবাহ বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল।
প্রসঙ্গত, বিয়ের পর থেকেই বরাবর চর্চায় থাকে প্রিয়াঙ্কা ও নিকের জুটি। কারণ নিকের থেকে বয়সে অনেকটাই বড় প্রিয়াঙ্কা। তাছাড়া বিয়ের পরেই নিকের সাথে বিদেশে পাড়ি দেন প্রিয়াঙ্কা, তাই অনেকেরই মন্তব্য ছিল যে বিদেশে যাবার জন্যই নাকি বিয়ে করেছিলেন অভিনেত্রী। এরপর শশুড়বাড়িতে থাকা নিয়ে সমস্যার কথাও সামনে আসে। তবে সেসমস্ত বিতর্ক উড়িয়ে দিব্যি সংসার করে চলেছেন অভিনেত্রী।