বড় পর্দায় ফিরছে ‘পুষ্পা ২’! দর্শকদের অনুরোধে প্রকাশ্যে এল দিনক্ষণ

চলতি বছরেই মুক্তি পাবে 'পুষ্পা ২'? জেনে নিন দিনক্ষণ

পূর্বাশা, হুগলি: মুভি জগতে তুমূল জনপ্রিয়তা পায়
২০২১ সালের ছবি ‘পুষ্পা’। ছবির প্রশংসা ঘোরে দর্শকদের মুখে মুখে। ছবিতে অভিনেতার ভূমিকায়
অভিনয় করা আল্লু অর্জুন জিতেছেন সেরার শিরোপা। ছবির জন্য ‘সেরা অভিনেতা’ হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। প্রথম থেকেই পুষ্পার সিক্যুয়াল নিয়ে দর্শক উদ্দীপনা তুঙ্গে। আর এবার প্রকাশ করা হল মুক্তির দিনক্ষণ।

Movie,Blockbuster movie,Pushpa,Pushpa 2,Allu Arjun

শীঘ্রই বড় পর্দায় ফেরত আসছে ‘পুষ্পা’ ছবির সিক্যুয়াল ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবির প্রথম ঝলক মন জয় করেছে দর্শকদের। তারপর থেকেই অনুরাগীদের প্রশ্ন, কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’? অবশেষে আর সাসপেন্স না রেখে ছবির প্রোডাকশন হাউস মিথ্রি মুভি মেকার্স তার দিনক্ষণ প্রকাশ করেছে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Movie,Blockbuster movie,Pushpa,Pushpa 2,Allu Arjun

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সুপারস্টার
আল্লু অর্জুন। ছবির পরিচালনায় সুকুমার। জানা যাচ্ছে, ‘পুষ্পা’-এর চেয়েও ‘পুষ্পা ২’ তে থাকছে আরও বেশি চমক। তাই পর্দায় ‘পুষ্পা’ ম্যাজিক দেখতে মুখিয়ে রয়েছেন জনগণ।




Leave a Reply

Back to top button