Pushpa Vs Bahubali: ‘অমরেন্দ্র বাহুবলী’ ‘ঝুকেগা নেহি এই পুস্পা’- লড়াইয়ে মুখোমুখি প্রভাস-আল্লু অর্জুন

দক্ষিণ ভারতীয় সিনেমা; রোমান্স, অ্যাকশন, থ্রিলার মন জয় করছে দর্শকদের। বলতে গেলে দক্ষিণ ভারতীয় সিনেমা এখন সাফল্যের চরম শিখরে। ২০১৫ সালে রাজা মৌলী বাবুর পরিচালনায় ‘ বাহুবলী ‘ ও ২০১৭ সালে ‘ বাহুবলী -২ ‘ সিনেমাটি বক্সঅফিস এ ব্যাপক আলোড়ন তুলেছিল। এবার ২০২১ সালে পরিচালক সুকুমার পরিচালিত ‘ পুষ্পা ‘ ছবিটিও কাপাচ্ছে বক্সঅফিস। তবে কোন ছবি ( Pushpa vs Bahubali ) আছে এগিয়ে? কে মাতালো বক্সঅফীস?

Pushpa vs Bahubali: বাহুবলী

২০১৫ সালে মৌলী বাবুর পরিচালনায় মুক্তি পায় ‘ বাহুবলী ‘ ও ২০১৭ সালের ‘ বাহুবলী -২ ‘। দুটি ছবিরই মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায় সাউথ এর জনপ্রিয় অভিনেতা প্রভাসকে। দুটো ছবিই পর পর ব্যাপক ইনকাম করে বাজার থেকে। প্রবাস এর সাথে বাহুবলী তে অভিনয় করতে দেখা গেছে আনুষ্কা, তামান্না, সত্যরাজদের। কাটাপ্পা এর ভূমিকাই সত্যরাজের অভিনয় এবং কাহিনী মন কেড়েছে দর্শকদের।

Pushpa Vs BahubaliPushpa vs Bahubali: পুষ্পা

অন্যদিকে, ২০২১ সালে মুক্তি পায় সুরুমার পরিচালিত ‘ পুষ্পা ‘। মূল চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রেশ্মীকা মন্দানাকে। অমূল্য রত্ন চন্দন কাঠের ব্যবসা থেকে শ্রীবাল্লী আর পুষ্পার কেমিস্ট্রি ঘুম কেরেছে দর্শকের। বিভিন্ন ওটিটি প্লার্টফ্রম এ ছবিটি মুক্তি পেলেও বড় পর্দায় দেখার জন্য সিনেমা হলে ছুটে গেছে মানুষ।

Pushpa vs Bahubali: দুটি ছবির ব্যবসায়িক ইনকাম

‛বাহুবলি: দ্য বিগিনিং’- মুক্তি পাওয়ার পরই ইনকাম করে ১০০ কোটি টাকা। যেখানে সিনেমাটির বাজেট ছিল ১৮০ কোটি টাকা। অন্য দিকে, ‘ বাহুবলী – ২ ‘ মুক্তির নয় দিনের মধ্যে ১০০০ কোটি ব্যাবসা করেছিল। তবে পিছিয়ে নেই পুষ্পাও ২৫০ কোটি বাজেট। ইতিমধ্যে প্রায় ৩৬৫ কোটির গায়ে ইনকাম করেছে ‘ পুষ্পা : দ্য রাইস ‘। রেটিং অবশ্য বাহুবলীর তুলনায় পুষ্পার একটু কম। বাহুবলী যদি ৪.৫ হয় পুষ্পা তবে ৩.১। যদিও পুষ্পার পথ চলা বাকি। সিনেমার দ্বিতীয় পর্ব এখনো আসা বাকি।

আরও পড়ুন –অনলাইন ক্লাসেই শিক্ষিকাকে প্রেম নিবেদন এক কিশোরের, Viral Video জুড়ে মন্তব্যের বন্যা সোশ্যাল মিডিয়ায় 

Pushpa vs Bahubali: দুই সিনেমার ফ্যানবেস

ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে দুই ব্লক বাস্টারের ফ্যানবেসও । একদলের কাছে- বাহুবলীর ধারে কাছে নেই পুষ্পা। অন্যদল বলছে- পরের পর্বে আচ্ছা আচ্ছা ব্লকবাস্টারগুলিকে ধোঁয়াশার মতো উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে পুষ্পা। কেউ কিন্তু কোনো অংশেই কম নয়। প্রশ্ন একটাই দক্ষিণী ছবির এই ধীরে ধীরে বলিউডের বাজারে বড়সড় প্রভাব ফেলতে চলেছে?

আরও পড়ুন – Mukesh Ambani : একটি গাছকে বশ করেই ধনকুবের হয়েছেন মুকেশ আম্বানি, জেনে নিন আম্বানি বাড়ির গোপন গাছের কথা




Leave a Reply

Back to top button