কষ্টের সঙ্গে সংসার! ছেলে দেশের জন্য পদক আনলেও বাবা সিনেমার অভাবে রোজগারহীন

অহেলিকা দও, কলকাতা : দেশজুড়ে সর্বত্র প্রশংসিত বলিউড অভিনেতা আর মাধবনের ( R Madhavan ) ছেলে বেদান্ত মাধবন ( Vedaant madhavan )। আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় দেশের জন্য সোনা, রুপোর পদক এনেছে সে। গর্বিত তার মা এবং বাবা। ছেলে যে অভিনয় জগতে আসতে চান না এতে খুশি অভিনেতা ( R Madhavan ) নিজেই।

ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হলেও অভিনেতা ( R Madhavan ) নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। গত চার বছরে সিনেমায় একটা পয়সাও রোজগার করতে পারেননি তিনি। করোনা পরিস্থিতির আগে ও পরে “ডিকাপলড্” সিনেমা ছাড়া একটি সিনেমাতেও কাজ করেননি তিনি। ফলে রোজগার নেই। নিজেও জানিয়েছেন যে এই নিয়ে সংসারের কথা ভেবে চিন্তায় রয়েছেন তিনি।

r madhavan

প্রসঙ্গত, খুব তাড়াতাড়ি আগামী ছবি আসছে মাধবনের ( R Madhavan )। সিনেমার নাম “দ্য নাম্বি এফেক্ট”। বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনের উপর কেন্দ্র করে এই সিনেমার চর্চা চলছে অনেকদিন ধরেই। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমা।

r madhavan

ছবিতে অভিনয় ছাড়াও পরিচালনা ও প্রযোজনা করেছেন অভিনেতা। এছাড়াও চিত্রনাট্য লিখেছেন তিনিই। সিনেমা নিয়ে খুব ভয়ে রয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে একটা টাকাও রোজগার করতে পারেননি। মাঝখানে ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু কাজ করেছিলেন। তার ( R Madhavan ) শেষ সিনেমা ছিল বিক্রম বেধা।

আরও পড়ুন…চুরি করতে গিয়ে মেয়ের হাতে ধরা পড়লেন রঞ্জিত মল্লিক! কোয়েল ও রঞ্জিতের খুনসুঁটি এখন ভাইরাল

আরও পড়ুন…ফের চর্চায় সলমন-শেহনাজ প্রেম জল্পনা! গালে চুমু দিয়ে ছবি তুলতেই শোরগোল নেটপাড়ায়




Leave a Reply

Back to top button