নায়িকার কাছে যেতে ভয় পান বাহুবলী, উঠে আসল প্রভাসের ভীতির কথা

রাখী পোদ্দার, কলকাতা : “সাহো” সিনেমার পর ফের এক অন্য রোমান্টিক সিনেমায় দেখতে পাওয়া যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে ( Prabhas)। ইতিমধ্যেই “রাধে শ্যাম” ( Radhe Shyam) ছবির সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। এটি বছরের সবচেয়ে প্রতিক্ষিত সিনেমা গুলির মধ্যে একটি। জানা গিয়েছে, ছবিটি ১১ই মার্চ সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মন জয় করে নিয়েছে দর্শকদের। দর্শক মন্ডলীও প্রভাস এবং পূজা হেগড়ের ( Pooja Hegde) রোমান্টিক রসায়ন ( Romantic Chemistry) দেখতে অধীর আগ্ৰহী। ট্রেলারে দুজনের মধ্যেকার রসায়ন ফুটে উঠেছে বেশ। ভক্তরা যেমনটি চেয়েছিলেন অবশেষে তা সম্পন্ন হতে চলেছে “রাধে শ্যাম” ( Radhe Shyam) সিনেমার মাধ্যমে। বহু প্রতিক্ষার পর ফের এক রোমান্টিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে ( Prabhas)। তবে এই দক্ষিণী সুপারস্টার সম্প্রতি এমন কিছু প্রকাশ করেন যা শুনে রীতিমতো অবাক দর্শক মহল। তিনি জানান যে, তিনি এখনও পর্যন্ত চুম্বন দৃশ্যে ( Kissing Scene) সাচ্ছন্দ্য বোধ করেন না।
সম্প্রতি “রাধে শ্যাম” ( Radhe Shyam) সিনেমার একটি গ্ৰুপ সাক্ষাৎকারে প্রভাসকে ( Prabhas) সিনেমার চুম্বন দৃশ্য সম্পর্কে প্রশ্ন করা হয়। সেখানে প্রভাস জানান, পরিচালক এই ভাবেই গল্পটি লিখেছিলেন এবং এটি একটি প্রেমের গল্প তাই তিনি না করতে পারেননি। এছাড়াও তিনি বলেন, একটি কমার্শিয়াল ছবিতে ( Commercial Movie) এটিকে এড়িয়ে যেতে পারলেও একটি প্রেমের গল্পে এটিকে কখনোই এড়িয়ে যাওয়া যায় না। এখনও পর্যন্ত তিনি কোনো চুম্বনের দৃশ্যে অথবা জামা খোলার দৃশ্যে অস্বস্তি বোধ করেন। তিনি প্রথমে পরীক্ষা করেন সেটে কতজন আছে তারপর অন্য কোথাও গিয়ে শটটি নেওয়ার বলেন। এছাড়াও “ছত্রপতি” ( Chatrapati) সিনেমাতেও রাজামৌলি ( Rajamouli) স্যার তাকে জামা খুলতে বলে যা কিছু করতে বলেন।
Ranveer Singh : রনবীরের ৫ সিনেমা যা না দেখলে আপনি করবেন বড় মিস, দেখে নিন লিস্ট
এছাড়াও তিনি চলচ্চিত্রে তাঁর চরিত্র সম্পর্কেও কথা বলেছিলেন। তিনি বলেন যে এই গল্পটি বেশ আকর্ষণীয় এবং মজার। এটি প্রেম এবং নিয়তির মধ্যে একটি যুদ্ধ। ক্লাইম্যাক্সে অনেক টুইস্ট আসতে চলেছে। ছবিতে ( Radhe Shyam) বিক্রমাদিত্য প্রভাসের চরিত্রকে রাখা হয়েছে একটু জটিল। তবে এটিকে বাস্তব সম্মত রাখার চেষ্টা করা হয়েছে। ভিজুয়াল গুলি এর আগে কখনও দেখা যায়নি। ভিন্টেজ ( Vintage) লুক ইউরোপে ( Europe) সেট করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রাধা কৃষ্ণ কুমার ( Radha Krishna Kumar)। এই ছবিতে ( Radhe Shyam) এছাড়াও অভিনয় করতে দেখা যাবে ভাগ্যশ্রী, মুরালি শর্মা, শচীন খেদেকর, প্রিয়দর্শী, কুণাল রায় কাপুর, সত্যান এবং সাশা চেত্রীকে। ১৯৭০ এর দশকে ইউরোপে সেট করা এই “রাধে শ্যাম” ( Radhe Shyam) ছবিটি একই সাথে তেলেগু এবং হিন্দি ভাষায়ও শ্যুট করা হয়েছে। “রাধে শ্যাম” ( Radhe Shyam) হল বিক্রমাদিত্যের গল্প, একজন হস্তরেখাবিদ যিনি নিয়তি এবং প্রেরণার প্রতি তার ভালবাসার মধ্যে বিরোধপূর্ণ। ছবিটি গত বছরের জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীর কারণে এর মুক্তির দিন স্থগিত করা হয়েছিল।