Rajkumar Rao- ‘মাহি’র উপর নতুন সিনেমা? মুখ্য ভুমিকায় রাজকুমার এবং জাহ্নবী জুটি

অহেলিকা দও, কলকাতা- ‘মাহি! মাহি!’- সে এক স্টেডিয়াম জোড়া রোমাঞ্চ। কিন্তু যে মাহির কথা বলছি সেই মাহির সাথে মহেন্দ্রের কি কোন লিঙ্ক আছে? আসলে বলিউডে রব ঊঠেছে আসতে চলেছে ‘মাহি’র সিনেমা। এবার ‘মাহি’ মানেই ক্রিকেট মাথের পর্দায় ভারতের গর্ব মহেন্দ্র সিং ধোনি। আর সিনেমার পর্দায় সুশান্ত সিং রাজপুত। তাহলে বলিঊডের এই নতুন ‘মাহি’ কে? কেই বা ক্রিকেটার ‘মহেন্দ্র’ আর কেই বা ক্রিকেটার ‘মহিমা’? সব মিলিয়েই বেশ উত্তেজিত বক্সঅফিস প্রেমীরা।
বর্তমানে ভারতের অন্যতম তুখোড় অভিনেতা (Actor) রাজকুমার রাও। কিছুদিন আগেই ১১ বছরের প্রেমিকা (lover) পত্রলেখার সঙ্গে বিয়ে (Marriage) করলেন তিনি। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই আবার কাজ। আর তাঁর কাজ মানেই ভক্তদের জন্য সুখবর। আবার সিনেমার পর্দায় জুটি বাঁধছেন রাজকুমার রাও (Rajkumaar Rao) এবং জাহ্নবী কাপুর (Jahnbi Kapoor)। আবারও জমে উঠবে তাদের দুজনের অনস্ক্রিন প্রেমের গল্প (onscreen Love Story)।
‘রুহি’ (Roohi) ছবিতে তাদের প্রথম একসাথে দেখা যায়। সেই ছবির প্রযোজক ছিলেন দীনেশ ভিজান। আবারও তাদের একসাথে দেখা যাবে রূপালী পর্দায় (Big Screen)। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবিটির পরিচালক শরণ শর্মাই আবার এই নতুন ছবির পরিচালক। সিনেমার প্রযোজক করণ জোহরের (Karan Johar)। ছবির নাম শুনে সিনেপ্রেমীরা উৎফুল্লিত। এদিন নিজেই ছবির ঘোষণা করেছেন রাজকুমার রাও, জাহ্নবী কাপুর এবং করণ জোহর।
এই ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। তবে কি সুশান্ত সিং এর জায়গায় এবার রাজকুমার রাও? ছবিটির বায়ো একটা স্বপ্ন, যার পিছু ধাওয়া করবে দুটো মন অর্থাৎ, একটা মন ছোঁয়া গল্প। ছবির নাম শুনেই দর্শকদের প্রশ্ন, ‘তবে কি এটা মহেন্দ্র সিং ধোনির কাহিনি?’ আর এতেই সুশান্তের ভক্তদের মতামত, ‘রাজকুমার তুমি কি এবার ধোনির চরিত্রে? আমরা কিন্তু সুশান্তকেই পর্দার ধোনি হিসাবে মানি’। সবার মধ্যে জল্পনা – কল্পনা চললেও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি প্রযোজক করণ জোহর।
আরও পড়ুন…….Priyanka Chopra – হচ্ছে না কোনো বিবাহ-বিচ্ছেদ, জল্পনার অবসান ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া
জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। দু’জনেই ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন। ‘মাহি’ ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (M S Dhoni) ডাকনাম। এই সিনেমার সাথে মহেন্দ্র সিং ধোনির যোগ সূত্র আছে বলে মনে করছেন ভক্তরা। সেই কারণেই কি সিনেমার নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’? আগামী বছর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও এর ছবির শুটিং এবং ছবিটি রিলিজ করবে ২০২২ সালের ৭ই অক্টোবর। ক্রিকেটের সঙ্গে বলিউডের বহু দিনের সম্পর্ক। ধোনির বায়োপিক আজও মানুষের কাছে পছন্দের একটি সিনেমার মধ্যে একটি। ক্রিকেট ভিত্তিক একগুচ্ছ বলিউড ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। কবীর খানের ‘৮৩’, যে ছবিতে রণবীর সিং থাকবেন কপিল দেবের চরিত্রে। এছাড়া মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’ , মূখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু এবং অন্যদিকে শাহিদ কাপুরকে দেখা যাবে অভিনেতা হিসেবে।