ট্রেনের কামরায় রুপান্তরকামীর বেশে দাঁড়িয়ে আছেন অভিনেতা রাজপাল যাদব ! কিন্তু কেন , তোলপাড় নেট দুনিয়া

হাতে চুড়ি , গলায় মঙ্গলসূত্র । কপালে টিপ পরিহিতা এক বৃহন্নলা ( Rajpal Naurang Yadav ) অপলক দৃষ্টিতে চেয়ে আছে ট্রেনের কামরার বাইরে । চুলে বিনুনি ও গায়ে কমলা রঙের শাড়ি জড়ানো । ট্রেনে কত বৃহন্নলাই ওঠে কিন্তু একে নিয়ে এত হইচই কেন ( Rajpal Naurang Yadav ) ? ইনি আর কেউ নয় হিজড়ার বেশে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন কমেডিয়ান অভনেতা রাজপাল যাদব ( Rajpal Naurang Yadav ) ।
তবে হঠাৎ তিনি ( Rajpal Naurang Yadav ) এই বেশে কেন ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে ও মাথায় । প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় এই ছবি । এই বেশে আসার পেছনে আর কোনও কারণ নয় আসল নতুন ছবির প্রচারের জন্যই তিনি এই অভিনব পন্থা বেছে নিয়েছন । আসতে চলেছে তার নতুন ছবি ‘অর্ধ’ ( Ardh ) । নাম থেকেই নিশ্চয় আন্দাজ করতে পারছেন ছবির বিষয়বস্তু কি হতে চলেছে ।
সমাজের পিছিয়ে পড়া ব্রাত্য বলে গণ্য বৃহন্নলাদের নিয়েই তৈরি এই ছবি । আমাদের সমাজ আজও এই মানুষগুলোকে প্রাপ্য সম্মান দেয় না । দেয় না মর্যাদা । সর্বদা এদের অপমানিত ও অবহেলিত হতে হয় । এবার এদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরবেন অভিনেতা রাজপাল যাদব ।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার প্রকাশ্যে এসছে । যা দেখে ইতিমধ্যেই দর্শকমহলে উত্তেজনা ও আগ্রহের সঞ্চার হয়েছে । তবে এটি দর্শকেরা দেখতে পাবেন ওয়েভ প্ল্যাটফর্মে । রাজপাল ছাড়াও এই ছবিতে দেখা যাবে হিতেন তেজওয়ানি , রুবিনা দিলাইক ও কুলভূষণ খারবান্দার মত অভিনেতারা। ছবির মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল ( Palash Muchhal ) স্বয়ং এই ছবিটি পরিচালনা করছেন । তাই ছবিটিকে ঘিরে প্রত্যাশা ও আগ্রহ উভয়ই বৃদ্ধি পেয়েছে । উল্লেখ্য ২০২২ সালেই মুক্তি পেতে চলেছে ‘অর্ধ’ ।