অক্টোবরেই প্রেম পরিণয়ের প্রস্তুতি,বলিউডে জোর গুঞ্জন রণবীর আলিয়ার বিয়ে নিয়ে

বহুদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে ভেসে বেড়াচ্ছে রণবীর আলিয়ার (Ranbir Alia) বিয়ের খবর। সেই গত বছর থেকেই এই তারকা জুটি বিয়ে করতে চলেছেন বলে রটনা রটছে তবে সত্যিই কবে বিয়ে করছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। বলিউডের অন্যতম চর্চিত জুটি রণবীর আলিয়া। নানা কারণে সংবাদের শীর্ষে উঠে এলেও তাদের বিয়ে কবে হবে এ বিষয়ে বেশির ভাগ সময়ই তাদের শিরোনামে দেখা যায়। তবে তাদের (Ranbir Alia) নিয়ে এই চর্চা ও গুঞ্জন আজকের নয় বহুদিনের। শোনা গতবছরই তারা ছদানাতলায় যাবার ঘোষণা করেন। তবে করোনা পরিস্থিতির বাড় বাড়ন্তের কারণে সেই পরিকল্পনা বাতিল করে পিছিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন…………লাক্সারি লাইফ স্টাইল সঙ্গে প্রতিমাসে আয় লাখ টাকা,আমূল বদলে গেছে ‘বচপন কা প্যায়ার’ খ্যাত সহদেবের জীবন
তবে আবারও সেই গুঞ্জন মাথা চড়া দিয়েছে। জানা গেছে আগামী এপ্রিলেই নাকি বিয়ের আসরে বসবেন। বিষয় হল মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাসের বেশি বাকি নেই। কিন্তু এর মধ্যে বিয়ের কোনও প্রস্তুতি দেখা যায়নি। নেটিজেনরা ধরেই নিয়েছে এটাও এক প্রকার রটনা। এসবে টাই আর গা ভাসিয়ে লাভ নেই। অন্যদিকে সূত্র মারফত এই খবরও পাওয়া গিয়েছে আগামী বছরের অক্টোবর মাসে নাকি আলিয়া রণবীরের (Ranbir Alia) শুভ পরিণয় সম্পন্ন হবে। এখন সবটাই সময়ের অপেক্ষা। নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
আরও পড়ুন………বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার আশ্বাস বিজেপির, মিথ্যা প্রতিশ্রুতি নয় তো
প্রসঙ্গত আলিয়া এখন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গাঙ্গুবাই’র সাফল্য উদযাপনে ব্যস্ত। অন্যদিকে রণবীর আলিয়াকে (Ranbir Alia) একত্রে দেখা যাবে ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায়। ইতিমধ্যেই প্রচার জন্য সমস্ত পরিকল্পনা ও প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন। বহুদিন আগেই ছবির শুটিং শেষ হয়েছে। এখন অপেক্ষা কেবল মুক্তির।