Ranbir-Alia: ‘আলিয়া নয়, আমার প্রথম স্ত্রী হচ্ছেন..’ সাংবাদিক সম্মেলনে নিজের পর্দাফাঁস করলেন রণবীর

অনীশ দে, কলকাতা: দীর্ঘ চার বছর পর বড়পর্দায় আবার ফিরতে চলেছেন রনবীর কাপুর (Ranbir Kapoor)। প্রথমদিকে ব্রহ্মাস্ত্র নিয়ে তাকে ব্যস্ত থাকতে দেখা গেলেও মুক্তির মাত্র একমাস আগে সবাইকে চমকে দিয়ে সামনে এল শমশেরা (Shamshera)। এখন সেই ছবির প্রচারে ইন্দোর, রাজস্থান ঘুরে বেড়াচ্ছেন রণবীর। শমশেরা ছবিতে রণবীরকে পাওয়া যাবে সম্পূর্ন নতুন রূপে। কারণ এর আগে তিনি ইয়াংস্টারদের জন্যেই বেশিরভাগ ছবি করেছেন তিনি। তবে এইবার প্রথম একটি কমার্শিয়াল ছবিতে আত্মপ্রকাশ করবেন রণবীর। সেই কারণে এই ছবির লুক হোক কিংবা অ্যাকশন দৃশ্য সবেতেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি।
এই ছবির পরিচালক করণ মালহোত্রা এবং প্রযোজকের দায়িত্ব সামলেছেন যশ রাজ ফিল্মস (YRF)। অবশ্য এই মুহূর্তে যশ রাজ এই ছবির সফলতার পানে চেয়ে রয়েছে। তার অন্যতম কারণ সম্রাট পৃথ্বীরাজের বক্স অফিসে অসফলতা। সিনেমাটির বাজেট গগনচুম্বী হলেও বক্স অফিসের হাল দেখে যেন চোখে জল চলে আসে প্রযোজকদের। সেই কারণেই শমশেরা নিয়ে প্রত্যাশায় বুক বাঁধছে প্রযোজক সংস্থা। এই ছবিতেই রণবীরের বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে এবং ছবিতে খলনায়কের ভূমিকায় থাকছে সঞ্জু বাবা ওরফে সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।
সম্প্রতি এই ছবিকে কেন্দ্র করে নানান জায়গায় সাংবাদিক সম্মেলনে সামিল হচ্ছেন রণবীর (Ranbir Kapoor)। সেই সূত্রেই এক গোপন রহস্য উন্মোচন করলেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন তিনি এখনও তার প্রথম স্ত্রীর সাথে দেখা করেননি। আর তার এই বক্তব্যেই তোলপাড় নেটপাড়া। আলিয়ার (Alia Bhatt) সাথে কিছুদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন রণবীর (Ranbir-Alia)। তবুও এহেন মন্তব্যের পিছনে কী কারণ রয়েছে? এই প্রসঙ্গে রণবীর জানিয়েছেন কয়েকবছর আগেই তিনি এই আশ্চর্য ঘটনার সাক্ষী ছিলেন।
এরপর তিনি যা বললেন সেই শুনে হাসির রোল পড়ে যায় ইন্টারনেটে। রণবীর জানান, কয়েক বছর আগে তার এক মহিলা ভক্ত আসেন তাদের বাড়িতে। প্রথমদিকে রণবীর বিষয়টায় তেমন গুরুত্ব দেননি। কিন্তু পরে রণবীর নিজের সিকুরিটি গার্ডের কাছে পুরো ঘটনাটি শুনতে পান। তিনি শোনেন তার এক ভক্ত তার বাড়ির সামনে এসেছিলেন এক পুরোহিতকে নিয়ে। এরপরে গেটে টিকা ও ফুল দিয়ে রণবীরের সাথে মনে মনে বিয়ে সারেন সেই মেয়ে। যা শুনে হাসিতে গড়াগড়ি খেয়েছেন রণবীর। বলাই বাহুল্য, এপ্রিল মাসে পরিণয়ে আবদ্ধ হন আলিয়া এবং রণবীর (Ranbir-Alia)। প্রথমদিকে বিয়ে নিয়ে তেমন কোনও খবর না পাওয়া গেলেও পরবর্তীতে রণবীরের মা নিতু কাপুর তাদের বিয়ের তারিখ জানান।