হারাধন বন্দোপাধ্যায়ের কথা মনে আসতেই চোখে জল রণবীরের! বরফি’র সেটের স্মৃতিতে ভাসল নেটপাড়া

ভারতের চলচ্চিত্র জগতের এক নস্টালজিক ছবি হলো ‘বরফি’। ২০১২ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। অনুরাগ বসু পরিচালিত এই সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয় হয়ে ওঠে দর্শকদের কাছে। ছবিটির জনপ্রিয়তার কারণ গুলির মধ্যে একটি কারণ হল ছবিটির একটা বিরাট অংশ জুড়ে বাঙালি দর্শকদের আবেগ জড়িয়েছিল। আর সাথে রণবীর কাপুরের অভিনয় তো বটেই। তবে এসব কিছু বাদ দিলেও যে কারণে জন্য এই ছবিটির সঙ্গে দর্শকদের আবেগ জড়িয়েছিল তা হল অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় (Haradhan Banerjee)।

প্রসঙ্গত বাংলার কিংবদন্তি অভিনেতা ছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। তখনকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। ১৯৪৮ সালে দেবদূত ছবির মধ্য দিয়ে আত্ম প্রকাশ করেছিলেন তিনি। এরপর তিনি উপহার দিয়ে গেছেন একের পর এক ভালো ছবি। এমনকি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ছবি ‘বরফি’-তেও অভিনয় করেছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বরফি মুক্তির এক বছরের মাথাতেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এই বর্ষীয়ান শিল্পীর। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হল ‘বরফি’ তারকা রণবীর কাপুরের সাথে অভিনেতা হারাধন বন্দোপাধ্যায়ের অতীতের এক মিষ্টি মুহূর্তের ছবি ( Ranbir Kapoor and Haradhan Banerjee sweet moment of Barfi shooting ) ।

img 20220608 202029

আসলে ইনস্টাগ্রামে পাওয়া যায় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে হারাধন বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো ছবিটি। প্রায় এক দশকেরও বেশি পুরনো সেই ছবিতে দেখা গিয়েছে বরফির সেটে অভিনেতা রণবীর কাপুর শুটিংয়ের ফাঁকেই মন দিয়ে কথা শুনছেন প্রয়াত অভিনেতা হারাধন বন্দোপাধ্যায়ের। প্রসঙ্গত ‘বরফি’ ছবির শুটিং চলাকালীন তাদের দুজনের এই মিষ্টি মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। আর সম্প্রতি সেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা মেলে এক দশক পুরনো এই ছবিটির।

img 20220608 202218

আসলে তারকারা মাঝে মধ্যে নিজেদের ভক্তদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের সার্ভে গেম খেলে থাকেন। আর এদিন ইলিয়ানা ডিক্রুজও তার ভক্তদের সাথে একটি সার্ভে করছিলেন যেখানে তার ভক্তরা তাকে যা খুশি জিজ্ঞেস করতে পারবে এবং ইলিয়ানা তার উত্তর দেবে। সেসময়ই একজন অনুরাগী ইলিয়ানার কাছে প্রশ্ন রেখেছিলেন আজ থেকে দশ বছর আগে আজকের দিনে তিনি কি করছিলেন? আর এই প্রশ্নের উত্তর দিতেই ইলিয়ানা এক দশক আগের পুরনো সেই ছবি শেয়ার করেছিলেন ইনস্টা স্টোরিতে।

img 20220608 202318

২০১২ সালের সেই ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন যে দশ বছর আগে তিনি ওই ছবিটি তুলছিলেন। প্রসঙ্গত ওই বছরই সিনেমা মুক্তির পর ৫৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শোতে মোট ১৩টি নমিনেশন পেয়েছিল বরফি। শুধু তাই নয়, সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছিল বরফি। পাশাপাশি রণবীর কাপুর পেয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার।




Leave a Reply

Back to top button