‘অ্যানিমাল’-এ Viral রণবীর-তৃপ্তির ঘনিষ্ঠ দৃশ্য

গতশুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমাটি। সাথে সাথেই ঝড় তুলে দিয়েছেন গোটা বক্স অফিস জুড়ে সিনেমার মধ্যে নায়িকা। অর্থাৎ রেশমিকা মন্দনার সাথে দেখানো চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছিল সিনেমা মুক্তির পরে এমন অনেক দৃশ্য ভাইরাল হচ্ছে তারই মধ্যে অপেক্ষা কিন্তু বেশি ভাইরাল হচ্ছে তৃপ্তি ও রণবীরের ঘনিষ্ঠ মুহূর্ত।

গতশুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমাটি। সাথে সাথেই ঝড় তুলে দিয়েছেন গোটা বক্স অফিস জুড়ে সিনেমার মধ্যে নায়িকা। অর্থাৎ রেশমিকা মন্দনার সাথে দেখানো চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছিল সিনেমা মুক্তির পরে এমন অনেক দৃশ্য ভাইরাল হচ্ছে তারই মধ্যে অপেক্ষা কিন্তু বেশি ভাইরাল হচ্ছে তৃপ্তি ও রণবীরের ঘনিষ্ঠ মুহূর্ত।

এই মাত্র ক দিনের মধ্যেই ১০০ কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে এই ছবির । তবে তার থেকেও বেশি ভাইরাল হচ্ছে তৃপ্তি ও রণবীরের এই ঘনিষ্ঠ মুহূর্ত এই সম্পর্কে অভিনেতা-অভিনেত্রীর কাছ থেকে তাদের মতামত জানতে চাইলে। তারা জানিয়েছেন কলা অভিনেত্রী তৃপ্তি তখন, এই দৃশ্য ভাইরাল হওয়া নিয়ে একেবারেই চিন্তিত নন বরং তিনি জানিয়েছেন যে রণবীরের সঙ্গে তিনি আবারও কাজ করতে চান। সিনেমার এই দৃশ্য টিতে দেখা যাচ্ছে, রণবীর তৃপ্তির পেটের উপর শুয়ে আছে , দুই জনের শরীর পুরো নগ্নো। সিনেমার গল্প অনুযায়ী রশমিকাকে ঠকিয়ে রণবীর অন্যমেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে।

সিনেমাটির মধ্যে বেশ কয়েকটি ঘনিষ্ঠ মুখ দেখানো হয়েছে সেটা রানবির, রেশমিকা বা তৃপ্তি অথবা ববি দেওয়াল সব দৃশ্যই প্রায় নিটিজেনদের দ্বারা মিমস বা ভাইরাল পোস্টের শিকার হয়েছে। সিনেমার নির্মাতারা এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় তারা মনে করছে এটি তারা তাদের বিনামূল্যে প্রচার হয়ে যাচ্ছে। অনেকের মতে বেশি পরিমাণে রসায়ন জনক দৃশ্য থাকার কারণে অনেকেই বলছেন এই সিনেমাটি বেশি হিট করেছে । নির্মাতারা বেশি পরিমাণে এই ঘনিষ্ঠ মুহূর্ত দিয়েছেন এই কারণে যাতে বেশি পরিমাণে ভাইরাল হয় সবই প্রচারের উদ্দেশ্যে। কিন্তু এমন ঘনিষ্ঠ দৃশ্য সহ্য তুমুল অ্যাকশন দৃশ্যে রণবীরকে আগে দেখা যায়নি ।




Leave a Reply

Back to top button