ঢাকের তালে তাল মেলালেন রানী
থাকেন মুম্বাইতে। সারাটা বছর কোনো না কোনো কাজে ব্যাস্ততায় মধ্যেও কাটাতে হয় রোজকার দিনগুলি। তবে সব কিছুকে পিছনে ফেলে পুজো আসলেই সেই সকল কাজ থেকে পড়ে একেবারে ছুটি।

মুম্বাই : থাকেন মুম্বাইতে। সারাটা বছর কোনো না কোনো কাজে ব্যাস্ততায় মধ্যেও কাটাতে হয় রোজকার দিনগুলি। তবে সব কিছুকে পিছনে ফেলে পুজো আসলেই সেই সকল কাজ থেকে পড়ে একেবারে ছুটি।
তিনি আর কেউ না জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তিনি মুম্বাইতে থাকলেও একজন বাঙ্গালী হিসাবে তাকে সবার আগে চেনে সকলেই। তাই এই অভিনেত্রীকে পুজোর সময় দেখা যায় এক অন্য রূপে । পুজোর এই কটা দিন তিনি খুবই ব্যস্ততার মধ্যে থাকেন বাড়ির পুজো সামলাতে।
কারণ এটা তাদের বাড়ির পুজো, মুম্বাইয়ের বিখ্যাত মুখার্জী বাড়ির পুজো। তাই পুজোর সমস্ত ভার পরে তার কাঁধে। এই দিনগুলিতে তাকে দেখা যায় বাড়ির মেয়ে হয়ে সমস্ত রকম আচার অনুষ্ঠান নিয়ম মাফিক করতে। এবারও তার অন্নথা হলো না। পুজোর কাজ করার ফাঁকে তাকে দেখা গেলো ঢাকার তালে ধুনুচি নাচ করতে। ধানের তাল শুনে তিনি যেনো নিজেকে আটকে রাখতেই পারলেন না। শাড়ি পড়ে তার তালে তাল মিলিয়ে উপভোগ করছেন পুজোর এই ঢাকের শব্দকে।