প্রিয়াঙ্কার সাথে রোমান্টিক হতেই বিপদে অক্ষয়! বউয়ের ভয়ে বন্ধ করতে হয়েছিল কাজ

রাখী পোদ্দার, কলকাতা : বলিউড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সম্পর্ক নিয়ে বিতর্ক যেন খুবই সামান্য একটি বিষয়। ইন্ডাস্ট্রির তারকাদের ঘনিষ্ঠ সম্পর্কের রসায়ন মাঝেমাঝেই হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এইরকম একটি সম্পর্কের বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় বি-টাউন খিলাড়ি এবং বলিউডের দেশি গার্লকে। বর্তমানে টুইঙ্কেল খান্নার ( Twinkle Khanna) সাথে সুখের সংসার করছেন অক্ষয় কুমার ( Akshay Kumar)। তাঁকে নিয়ে বিতর্ক এই মুহূর্তে নেই বললেই চলে। তবে ক্যারিয়ার শুরুর প্রথম দিকে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়ে ছিলেন তিনি। আর এর মধ্যে নাম রয়েছে বলিউডের দেশি গার্ল ওরফে প্রিয়াঙ্কা চোপড়ার ( Priyanka Chopra), যার সাথে সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছিল একসময়।
ক্যারিয়ারের শুরুতে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি থেকে শুরু করে রবীনা ট্যান্ডন এমনকি ৭০ দশকের এভারগ্রীন সুন্দরী নায়িকা রেখার নাম জড়িয়েছিল খিলাড়ির। কিন্তু সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং অভিনেতা অক্ষয় কুমারের ( Akshay Kumar) সম্পর্কের কথাও। প্রিয়াঙ্কা এবং অক্ষয় একসময় এই জুটি দর্শকদের উপহার দিয়েছিলেন একাধিক হিট সিনেমা। প্রিয়ঙ্কার ( Priyanka Chopra) সঙ্গে অক্ষয় শেষ ছবি করেছেন ২০০৫ নাগাদ। তবে তার আগে থেকেই নাকি তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি এমনই একটি খবর উঠে আসে সকলের সামনে।
আরও পড়ুন : ৭০ বছরেও রূপের ঝলক! দেহের কাঠামোয় ক্যাটরিনাকেও হার মানাবে তাঁর মা

শোনা যাচ্ছে, একটি হিন্দি সিনেমার শুটিংয়ের সময় অক্ষয় কুমারের ( Akshay Kumar) সাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেইসময়ই ঘনিষ্ঠ হয়ে পড়েন এই দুই অভিনেতা এবং অভিনেত্রী। অ্যায়েতরাজ ছবির শুটিং চলাকালীন প্রিয়ঙ্কার ( Priyanka Chopra) সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন তিনি। তাঁদের অন স্ক্রিন রসায়ন এতটাই রোমাঞ্চকর হয়ে উঠেছিল, যে খুব তাড়াতাড়ি তা নজরে পড়েছিল সকলের। প্রিয়াঙ্কার বিষয়ে সমস্ত কিছু জানতে পারার পর বেশ কড়া হাতেই বিষয়টিকে সামলেছিলেন টুইঙ্কেল খান্না ( Twinkle Khanna)। স্পষ্টভাবে অক্ষয় কুমারকে তিনি জানিয়ে দেন প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আর কোনো অন্তরঙ্গ দৃশ্য করা চলবে না। তবে কি এই কারণের জন্যই এই জুটিকে ফের অনস্ক্রিন পর্দায় দেখতে পাইনি দর্শক মহল? সম্প্রতি এই বিষয় নিয়ে এতদিন পর মুখ খুললেন বলিউড খিলাড়ি।
আরও পড়ুন : একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে দাদাগিরি! বিশেষ এপিসোডে মঞ্চ মাতাতে উপস্থিত থাকছেন ‘বং গাই’ও

সম্প্রতি ‘আপ কি আদালত’ ( Aap Ki Adalat) নামে একটি শো-তে গিয়েছিলেন অক্ষয় কুমার ( Akshay Kumar)। সেখানে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত পাঁচটা ছবি করেছি আমি প্রিয়ঙ্কার সঙ্গে। ওর সঙ্গে কাজ করতে চাই না এমন তো নয়। বরং পরিচালক, প্রযোজকরা আমাদের এক সঙ্গে আর কাস্ট করেননি। একমাত্র রানি মুখোপাধ্যায় ছাড়া বাকি সব নায়িকার সঙ্গে আমি অভিনয় করেছি। যদি সুযোগ আসে অবশ্যই কাজ করব। আর যদি কোনও সমস্যা থাকে সেটা আমি নিজে ফোন করে মিটিয়ে নেব”। এছাড়াও প্রিয়ঙ্কার পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড জেতার বিষয়ে তিনি বলেন, ‘‘প্রিয়ঙ্কার ( Priyanka Chopra) এটা প্রাপ্য। ও খুব ভাল কাজ করেছে। আমাদের সকলকে গর্বিত করেছে”।