মুক্তি পেল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার অন্তিম অ্যালবাম! ভিডিও দেখে বেদনাহত অনুরাগী মহল

মন্টি শীল, কলকাতা : বলিউড অর্থাৎ আলোচনার আরও এক নাম। সম্প্রতি বলিউড বেশ কিছুদিন যাবত চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে। বিশেষত, করোনা কালের সময় থেকে। এই সময় বলিউডের মহাকাশ থেকে খসে পড়ছিল একের পর এক জনপ্রিয় তারকারা। তার মধ্যে অন্যতম হল সুশান্ত সিং রাজপুত, ঋষি কাপুর, ইরফান খান এর মতো প্রথম সারির অভিনেতারা। তবে এদের সবথেকে যদি কেউ অনুরাগী মহলে আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে তার নাম হল প্রয়াত বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)।

বলিউডের এই তরুণ অভিনেতা গত বছর অর্থাৎ ২০২১ সালের ২ রা সেপ্টেম্বর ঘুমের ঘোরে না ফেরার দেশে চলে যান। জানা গিয়েছিল, সাময়িক অসুস্থতা থাকলেও ওষুধের মাধ্যমে তা নিবারন করার চেষ্টা করেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। অভিনেতার এই অকাল পরিনতির পর রীতিমতো শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল নিকট পরিবার ,আত্মীয় পরিজন থেকে সমগ্র বলি পাড়া। বলিউডের এই অভিনেতা ক্ষ্যাতি অর্জন করেছিলেন, জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস সিজন ১৫ থেকে।

20c62

আরও পড়ুন ….অপেক্ষার অবসান! প্রথমবার ধারাবাহিকের জুটি সিড মিঠাইয়ের মিউজিক ভিডিও প্রকাশ্যে, ভিডিও ভাইরাল
আরও পড়ুন ….বেতন না দেওয়ায় পড়তে হয়েছিল শিক্ষকের রোষের মুখে! দেখে নিন শাহরুখের অজানা কাহিনী

এছাড়া ও একাধিক জনপ্রিয় হিন্দি ভাষি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল এই বলিউড অভিনেতা কে। শুধু তাই নয়, এই অভিনেতাকে বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘হাম্পন্টি শর্মা কি দুলহানিয়া’তে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে অভিনয়ের পাশাপাশি এই অভিনেতাকে দেখা গিয়েছিল একাধিক ভিডিও অ্যালবামে। কিন্তু সম্প্রতি এইরকমই এক ভিডিও অ্যালবাম ঘিরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল এই তরুণ প্রয়াত অভিনেতা।


আরও পড়ুন ….শ্রীময়ীর পর লীনার হাত ধরেই পর্দায় ফিরছেন ডিঙ্কা এবং মোহর! এই জুটি এক্কেবারে পছন্দনা দর্শকদের

জানা গিয়েছে, অভিনেতা সিদ্ধার্থ শুক্লার অভিনিত শেষ শ্যুট করা ভিডিও অ্যালবাম (Jeena Zaroori Hai) সম্প্রতি নেট দুনিয়াতে প্রকাশ করা হয়েছে। যার মধ্যে দুই ভাই সিদ্ধার্থ শুক্লা এবং তার ভাই বিশাল কোটিয়ানের গল্প দেখানো হয়েছে। যদিও এই মিউজিক ভিডিও সামনে আসার পর তার অনুরাগী মহলের মধ্যে দুঃখের বাতাবরণ দেখা গেলেও বেশিরভাগ জনই ক্ষুদ্ধ হয়েছেন। এমনকি বিরূপ প্রতিক্রিয়া আসে অভিনেতার পরিবারের তরফ থেকে। তাদের মূলত বক্তব্য, ভিডিও প্রকাশ করার আগে কোনও ভাবেই অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এমনকি কোনও প্রকারের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। যদিও অনেকের মতে, স্মরণ করা উচিত, কিন্তু যার জন্য স্মরন করা তাকে অন্তত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত।




Leave a Reply

Back to top button