খিদে চেপে সন্তানকে নাচ শেখাচ্ছেন! হিমাংশুর নাচে আবেগঘন মাস্টার রেমো ডিসুজা

বলিউডে নাচের গুরু রেমো ডিসুজাকে ( Remo D’Souza ) আমরা সকলেই জানি। তার নাচের তালের বোল সবাই চেনে সবাই জানে। তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় এই নৃত্য গুরু ( Remo D’Souza )। বলিউডে রেমোর মত দক্ষ কোরিওগ্রাফার খুব কম আছে। বলিউডের বহু নামজাদা সিনেমায় রেমো কোরিওগ্রাফি করেছেন। আজকের রেমো একসময় ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক কষ্ট করেছেন। অনেক অর্থকষ্টের মধ্যে বেড়ে উঠেছিলেন রেমো। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য রেমো একসময় হোটেল বয়ের কাজ করেছিলেন। অবশেষে নিজের নাচের গুনের মাধ্যমেই জীবনের মোড় ঘুরে যায়। তিনি ( Remo D’Souza ) এখন কেবলমাত্র বলিউডের একজন নামজাদা নৃত্যশিল্পীই নন সেই সঙ্গে সমানতালে সামলাচ্ছেন বেশ কিছু নাচের শো’র বিচারকের দায়িত্ব। সম্প্রতি ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ লিটল মাস্টার সিজেন ৫ এর বিচারকের আসনে দেখা যাচ্ছে বিখ্যাত এই নৃত্যগুরুকে। নাচের এই অনুষ্ঠানের প্রথম দিন থেকেই অনুরাগীদের মন জয় করে নিয়েছেন রেমো ( Remo D’Souza ) । রেমোর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কি এমন করেছে এই নৃত্যগুরু না জানলে রেমোর মানবিক দিক থেকে যে কেউ বঞ্চিত হবে।
আরও পড়ুন…………মহিলাদের পোশাক নিয়ে কটাক্ষ! স্বল্প পোশাকেই কড়া জবাব ৬২-র Nina Gupta-র
ঘটনাক্রমে এই নাচের শো’তে অংশ নেয় ৫ বছরের এক ক্ষুদে প্রতিযোগী। নাম হিমাংশু। নিজের কথা বলতে গিয়েই হিমাংশু জানায়, পেটে দু’বেলা ঠিক করে ভাত জোটে না। তার মা অনেক কষ্ট করে পেটে ক্ষিদে চেপে রিক্সা চালিয়ে তার নাচের স্কুলের মাইনে দিচ্ছে। কর্মহীন বাবার রোজগার না থাকায় তার মা’কেই পথে নামতে হয় । অবসরে কিছু রোজগার করার জন্য হিমাংশুর মা মানুষের বাড়িতেও কাজ করেন। এখন সে রিয়েলিটি শো’তে থাকার জন্য তার মা রিক্সা চালিয়ে টাকা রোজগার করছেন। ছোট্ট হিমাংশুর এই কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি রেমো। তিনি তাই সবার সামনেই হিমাংশুর দায়িত্ব নেন। তার দায়িত্ব নিয়ে তাকে ঋণের বোঝা থকে মুক্ত করেন মাস্টার ডিসুজা।
আরও পড়ুন…………খাদের কিনারায় মিতালি-ঝুলনরা, বিশ্বকাপে সেমির লক্ষ্যে বাঙালিদের হারাতেই হবে
প্রসঙ্গত এই শো’তে বিচারকের দায়িত্বে রয়েছেন মৌনী রায় ও সোনালি বেন্দ্রে। তারা হিমাংশুকে সব রকম সহায়তা করার আশ্বাস প্রদান করেন। ক্ষুদের নাচে তারাও মুগ্ধ।