দীপিকা থেকে কঙ্গনা কার কেমন পারিশ্রমিক,শুনলে চোখ কপালে উঠবে

বলিউড সিনেমার কদর এখন সারা বিশ্ব জুড়ে। নাচ,গান আর অ্যাকশনে ভরপুর হিন্দি সিনেমার মার্কেট এখন রমরমিয়ে চলছে। আর এই সিনেমাগুলোর মূল ইউএসপি পয়েন্ট হল সিনেমার নায়িকারা (Remuneration of Bollywood actresses)। ভারতীয় সিনেমার নায়িকাদের মোহময়ী ও আকর্ষণীয় রুপের জাদুতেই বক্স অফিসের সাফল্য সুনিশ্চিত হয়। হিন্দি সিনেমার নায়িকারা বক্স অফিসে যেমন সাফল্য নিয়ে আসেন তেমনই তাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বেশ বড় রকমের দড় হাঁকেন এই অভিনেত্রীরা। আজ থেকেও বহুদিন আগেও নায়কদের পারিশ্রমিকই কেবলমাত্র বেশি ছিল।নায়িকাদের পারিশ্রমিক (Remuneration of Bollywood actresses) সেই তুলনায় অনেক কম। তবে সময়ের সাথে সাথে সেই মিথ এখন আর নেই। এখন নায়িকারাও সমান তালে পারিশ্রমিকের অঙ্ক বাড়াচ্ছেন। তবে বলিউডের বেশ কিছু অভিনেত্রীরা রয়েছেন যাদের পারিশ্রমিকের অঙ্ক শুনলে আপনি অবাক হতে পারেন। সেই তথ্যই আজ আপনাদের সামনে নিয়ে এসেছে আমাদের প্রতিবেদন।

আরও পড়ুন………Punjab Election Result 2022 : সাথে অনেক উন্নয়নের প্রতিশ্রুতি, প্রাক্তন কমেডিয়ানের হাতেই উঠল পাঞ্জাবের স্টেয়ারিং

দীপিকা পাড়ুকোন

Remuneration of Bollywood actresses

বিগত কয়েক বছরের বক্স অফিস সাফল্যের দিকে চোখ রাখলে নায়িকাদের মধ্যে সফল অভিনেত্রীদের (Remuneration of Bollywood actresses) তালিকায় যার নাম প্রথমে উঠে আসে তিনি হলেন দীপিকা পাড়ুকোন। তাকে ‘বক্স অফিস কুইন’ নামেও অভিহিত কর হয়। প্রথমদিকে দীপিকা বলিউডে তেমন জায়গা করে নিতে পারেননি। পরবর্তীতে দীপিকা তার অভিনয় দক্ষতার গুনে অনেক দূর এগিয়ে আসেন। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়ে নেন। ‘রেস টু’ থেকে শুরু করে ‘রামলীলা’ একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে গেছেন। সময়ের সাথে সাথে তিনি নিজের পারশ্রমিক বারিয়েছেন। মুলত ‘রামলীলা’ থেকেই তিনি তার পারিশ্রমিক বাড়ানো আরম্ভ করেন। এখন তিনি সমস্থ পরিচালকদের নয়নের মণি। বক্স অফিসের এই রাণী এখন সিনেমাপ্রতি পাচ্ছেন ৮ থেকে ৯ কোটি টাকা।

প্রিয়াঙ্কা চোপড়া

Remuneration of Bollywood actresses

এই নামের জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয়। শুধুমাত্র জাতীয় প্রাঙ্গন নয় আন্তর্জাতিক প্রাঙ্গনেও বেশ সুপরিচিত ও সুখ্যাতি অর্জন করেছেন এই নায়িকা। ‘ডন টু’ থেকে শুরু করে ‘অগ্নিপথ’ প্রত্যেক সিনেমায় তিনি নিজের পারদর্শিতা দেখিয়েছেন। বিগত বছরগুলোতে তার দেওয়া হিট ছবির সংখ্যা রয়েছে অসংখ্য। তার অভিনীত ‘বরফি’ সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়েছে। এর জন্য তিনি বহু পুরষ্কারও পেয়েছেন। তিনি সিনেমা প্রতি ৯ কোটি থেকে পারিশ্রমিক আরম্ভ করেন। তার মত পারিশ্রমিক বলিউডের খুব কম নায়িকাই পায়।

করিনা কাপুর খান

Remuneration of Bollywood actresses

বলিউডের অন্যতম সেরা ও হার্টথ্রব অভিনেত্রীদের মধ্যে একজন হল করিনা কাপুর খান। তিনি তার লাস্যময়ি রুপ ও শরীরী ভাষা দিয়ে নেটিজেনদের মুগ্ধ করলেও,তার হিট ছবির সংখ্যা এখনও কম। সিনেমায় তিনি ডায়ালগ কম আইটেম সং দিয়েই দর্শকদের মন ভুলিয়েছেন কেবল। বেবো ওরফে করিনা কাপুরের হিট ছবির বদলে ফ্লপ ছবির সংখ্যা অনেক বেশি। তবুও পারিশ্রমিকের দিক থেকে কাঁটছাট (Remuneration of Bollywood actresses) করতে নারাজ বেবো। এখনও তিনি প্রতি সিনেমা বাবদ ধার্য করেন ৯ থেকে ১০ কোটি টাকা।

আরও পড়ুন……প্রেমে মাতোয়ারা বলিউডের মোস্ট কিউট জুটি,হাতে হাত রণবীর আলিয়ার

আনুশকা শর্মা 

Remuneration of Bollywood actresses

বলিউডের সবথেকে সুন্দর ও আকর্ষণীয় অভিনেত্রীদের মধ্যে একজন হল আনুশকা শর্মা। ইন্ডাস্ট্রির কিউট গার্ল হিসেবেও আনুশকাকে পরিচয় করানো হয়। আনুশকা মডেলিং ও বিজ্ঞাপন দিয়েই ক্যারিইয়ার শুরু করে। পরবর্তীতে ইয়াস বাজ ফিল্মসের ব্যানারের হাত ধরে তিনি বলিউডে পা রাখেন। মুলত এখান থেকেই তার অভিনয় জগত শুরু। বিশেষ কোনও সুপারহিট সিনেমা উপহার না দিলেও তার প্রতিটি সিনেমার জন্য তিনি ধার্য করেন ৫ থেকে ৬ কোটি টাকা।

বিপাশা বসু

Remuneration of Bollywood actresses

বলিউডের হট ও চকোলেটি স্কিন বলা বিপাশা বসুকে। তিনি বহু সিনেমায় কাজ করেছেন । কিন্তু সাফল্যের মুখ দেখতে পারেননি। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ভৌতিক মুভিতে কাজ করেছেন। বেশ কিছু কমার্শিয়াল হিট ছবিতে আমরা বিপাশাকে দেখতে পেয়েছি। বহুবার এই অভিনেত্রী সংবাদ শীর্ষে উঠে এসেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি তার বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদের শীর্ষে এসেছেন। এছাড়াও সিনেমায় মূল চরিত্রের চেয়েও অতিথি চরিত্রে বেশি দেখা গেছে। বর্তমানে এই অভিনেত্রীকে বিজ্ঞাপন বেশি দেখা যাচ্ছে। কিন্তু এখনও এই অভিনেত্রী সিনেমা প্রতি ৫ থেকে ৬ কোটি টাকা দাবি করেন।




Leave a Reply

Back to top button