দিন শেষে বলিউডই অমর! বলি-সাউথ বিতর্কে বিস্ফোরক রোহিত শেট্টি

বিনোদনই হোক কিংবা রাজনীতি, বিতর্ক সেখানে রোজকারের একটি ঘটনা। আর এই বিতর্ক জিনিসটাই এমন যে একবার শুরু হলে তা থামতে লেগে যায় অনেকটা সময়। বিনোদন জগতে তারকাদের মধ্যে বিতর্ক নতুন কিছু নয়। কিছু কিছু বিতর্ক সময়ের সাথে সাথে আপনা আপনি ধামাচাপা পড়ে যায়। তবে বেশ কিছু বিতর্কের আগুন সহজে নেভে না। তেমনই একটি বিতর্ক হল বলিউড বনাম সাউথের ভাষা বিতর্ক। এই বিতর্ক এতদূর গড়িয়ে গেছে যে প্রতিনিয়তই উভয় ইন্ডাস্ট্রির তারকারাই মন্তব্যের পর পাল্টা মন্তব্য করে চলেছে। আর সম্প্রতি এই বিতর্ক নিয়ে মুখ খুললো বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টিও ( Rohit Shetty talks about bollywood vs south debate ) ।
প্রসঙ্গত বলিউড এবং সাউথের এই ভাষা বিতর্কের সূত্রপাত ঘটেছিল এক দক্ষিণী তারকার করা একটি মন্তব্যকে ঘিরে। দক্ষিণী তারকা কিচ্চা সুদীপ হিন্দি ভাষা নিয়ে বলেছিলেন যে হিন্দি আর রাষ্ট্রীয় ভাষা নেই। আর তার এই মন্তব্যকে ঘিরেই তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছিল। সেসময় কিচ্চা সুদীপের এই মন্ত্যব্য শুনে তার পাল্টা মন্তব্য করেছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। তিনি সরাসরি সাউথের অভিনেতা সুদীপের কাছে প্রশ্ন রেখেছিলেন যদি হিন্দি সত্যি রাষ্ট্রীয় ভাষা না হয় তবে সুদীপ কেন নিজের ছবি হিন্দিতে ডাবিং করে রিলিজ করেন। অজয়ের এই প্রশ্নে চুপ থাকেন নি সুদীপও। টুইটারে অজয়ের প্রশ্নের পাল্টা উত্তর দিয়েছিলেন সুদীপ।
তারপরেও এই বিতর্ক থেমে থাকেনি। বিতর্ক শুরুর প্রায় একমাস পেরিয়ে গেলেও বলিউড বনাম সাউথের এই ভাষা বিতর্কে একের পর এক মন্তব্য এবং পাল্টা মন্তব্যে জড়িয়েছেন উভয় ইন্ডাস্ট্রির বহু জনপ্রিয় তারকারা। আর এর ফলেই যত দিন যাচ্ছে, এই বিতর্ক শেষ হওয়ার নাম নিচ্ছে না। এমনকি বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টিও সম্প্রতি এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। আর তার এই মন্তব্যের পর থেকেই শোরগোল পড়ে গেছে বলিপাড়া জুড়ে।
জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টি এই বিতর্ক নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন। যে সাক্ষাৎকারে তিনি বলেন যে দক্ষিণী ইন্ডাস্ট্রি যে নতুন তা নয়। হঠাৎ করেই এই দক্ষিণী ইন্ডাস্ট্রির আবির্ভাব হয়নি। আগে থেকেই ছিল। এরপর তিনি পঞ্চাশ থেকে ষাটের দশকের কথা উল্লেখ করে বলেছিলেন যে এলভি প্রসাদ, জেমিনি, এভিএম… তখন থেকেই চলছে। তার কথায় প্রজন্ম বদলানোর সাথে সাথে মিডিয়াও বদলাচ্ছে। আর এই কারণেই সম্প্রতি এত প্রশ্ন উঠছে এসব বিষয় নিয়ে।
আরও পড়ুন: বড় পর্দা তো দূর, ছোট পর্দাতেও চিরকাল অবহেলিত প্রতিভাশালী অভিনেত্রী কনীনিকা
এরপর রোহিত শেট্টি আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন যে এখন অনেকেরই মুখে শোনা যায় বলিউডের দিন শেষ, তবে এটা কোনদিনও সম্ভব নয়। বলিউডের দিন কখনও শেষ হতে পারেনা। এপ্রসঙ্গে রোহিত পরে বলেন যে ৮০-এর দশকে ভিসিআর এসেছিল। আর তখনও ঠিক একই কথা বলা হয়েছিল যে বলিউড শেষ। এছাড়াও তার কথায় এখনকার সময়ে দাঁড়িয়ে অনেকেই মনে করেন যে ওটিটি এসে গিয়েছে বলিউড শেষ। কিন্তু বলিউড কখনই শেষ হয়নি। আর কখনও শেষ হবেও না।
আরও পড়ুন: ৮ দিনের শেষে বিক্রি মাত্র ২০ টা টিকিট! কঙ্গনা অভিনীত ‘ধকড়’ এর হাস্যকর আয়ে শুরু ট্রোলিং