সালমান খান ও অরিজিৎ সিং : অশান্তির অবসান ! টাইগার ৩ তে নয়া চমক অরিজিতের
অরিজিৎ তবে শেষ পর্যন্ত গান গাইলেন। আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে অরিজিতের গাওয়া ‘লেকে প্রভু কা নাম’।

অরিজিৎ তবে শেষ পর্যন্ত গান গাইলেন। আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে অরিজিতের গাওয়া ‘লেকে প্রভু কা নাম’। সালমানের ছবিতে এই প্রথম গান গাইলেন অরিজিৎ সিং।
অরিজিতের গাওয়া ‘লেকে প্রভু কা নাম’ নিয়ে সলমন X (পূর্বনাম ট্যুইটার)-এ লেখেন,‘‘প্রথমে গানের প্রথম ঝলক দেখুন৷ আর হ্যাঁ এটি আমার জন্য গাওয়া অরিজিৎ সিংয়ের প্রথম গান৷ ২৩ অক্টোবর মুক্তি পাবে এই গান৷ এই বছর ১২ নভেম্বর দিওয়ালীতে মুক্তি পাবে টাইগার ৩৷’’ হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগুতেও মুক্তি পাবে৷
তবে দুজনের মধ্যে এই মন অভিমানের পালা শুরু হয়েছিল ২০০৪ সালের একটি আওয়ার্ড শোর থেকে । যেখানে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান নিজেই । অরিজিত পুরস্কার নেওয়ার সময় অরিজিতের অগোছালো পোশাক দেখে সলমন বলেন,‘‘তুমিই বিজয়ী?’’৷ প্রত্যুত্তরে অরিজিত বলেন,‘‘আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন৷
’’তারপর থেকেই এই দুজনের মধ্যে সম্পর্কের ইতি ঘটে । বজরঙ্গি ভাইজান, কিক এবং সুলতান, নায়কের পর পর ছবি থেকে বাদ যেতে থাকেন অরিজিত৷ তবে এবার সবকিছু ভুলে এই প্রথম সালমানের জন্য গান গাইতে দেখা যাবে অরিজিৎ সিংহকে ।