ফের সুদীপের ছবির রিমেকের ঘোষণা! ভাইজানের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

মন্টি শীল, কলকাতা : ইদানিং কালে সাধারন মানুষ তথা সিনেমা প্রেমিদের জন্য যেন বিনোদনের অন্ত নেই। একের পর এক হিট সিনেমার ঝুলি নিয়ে মানুষের কাছে হাজির হচ্ছে একের পর এক পরিচালক এবং তারকারা। চলছে বিনোদন জগতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার এক অদৃশ্য প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগি হল টলিউড, দক্ষিণী সিনেমা এবং বলিউড। সম্প্রতি বক্সঅফিসে মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমা RRR এবং KGF Chapter 2,যা এই মুহূর্তে বেশ জনপ্রিয়। পিছিয়ে নেই বাংলা সিনেমাও।
সম্প্রতি টলিউডের মুক্তি প্রাপ্ত সিনেমা কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অনুকরণে তৈরি ‘অপরাজিত’ (Aparajito) বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃতি পেতে চলেছে এই সিনেমা। এইবার এই জনপ্রিয়তার তালিকায় আসতে চলেছে খোদ বলিউড। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউডের প্রথম 3D সিনেমা (Bollywood first 3D movie)। সিনেমার নাম হচ্ছে বিক্রান্ত রোনা 3D (Vikrant Rona 3D)। এই সিনেমাতে মুখ্য চরিত্রের অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপা (Kichcha Sudeepa) কে।
আরও পড়ুন ….কারো যোগ্যতাই নেই এই ঘরে ঢোকার! বলিউডকে ফের এক হাত নিলেন কঙ্গনা
আরও পড়ুন ….রিল লাইফের হিরো, রিয়্যাল লাইফে ভীতু! ভয়কে জয় করতে পারেনি এই বলিউড তারকারা
এছাড়াও দেখা যাবে জনপ্রিয় অভিনেতা নিরুপ ভান্ডারী, নীথা অশোক, জ্যাকলিন ফার্নান্ডেজ, মধুসূদন রাও সহ একাধিক তারকাদের। এই সিনেমাটির রচনা এবং পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক অনুপ ভান্ডারী। আর সিনেমাটির প্রযোজক এর ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সালমান খান (Salman Khan) কে। জানা গিয়েছে, এই সিনেমাটি গত ২০২০ সালে করোনা কাল চলাকালীন দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে শ্যুটিং করা হয়েছিল। সিনেমাটি তামিল, মালয়ায়ালম সহ একাধিক ভাষায় দেখতে পারবেন সিনেমা প্রেমি দর্শকরা।
I am still spell bound by the visuals brother @KicchaSudeep Happy to present the Hindi version of #VikrantRona the biggest 3D experience in Indian cinema.@anupsbhandari @JackManjunath @SKFilmsOfficial @shaliniartss @InvenioF @ZeeStudios_ #VikrantRona3DJuly28 #VR3dJuly28 pic.twitter.com/C5ZJWvcfVK
— Salman Khan (@BeingSalmanKhan) May 16, 2022
আরও পড়ুন ….আবারও দক্ষিণী ছবিতে টক্কর দেবে বলিউড! অক্ষয় কুমারের পৃথ্বীরাজ ছবি নিয়ে চলছে সেরকমই তোড়জোড়
View this post on Instagram
শুধুমাত্র এই সিনেমার হিন্দি ভাষার বিভাগটির প্রযোজনার দ্বায়িত্ব নিয়েছেন অভিনেতা সালমান খান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সিনেমার এক ছোট্ট নিদর্শন প্রকাশ করেছেন। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিনোদন জগতে। এমনকি সিনেমার হিরো কিচ্ছা সুদীপাও তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সিনেমার ঝলক প্রকাশ করেন। অভিনেতা সালমান খান এবং কিচ্ছা সুদীপ কে এক সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় সিনেমা দাবাঙ্গ -3 (Dabangg-3) তে। এরপর এই সিনেমা আসার পর অনেকেই মনে করছেন, বিপুল পরিমাণ সফলতা পেতে চলেছে এই সিনেমা। জানা গিয়েছে 28 শে জুলাই সালমান খান প্রোডাকশন (Salman Khan productions-skf) এর ব্যানারে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। যাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।