পর্দায় কাউকে চুমু খাবেন না ভাইজান! বলতে না বলতেই সোজা ফ্রেঞ্চকিস দিশাকে

অহেলিকা দও, কলকাতা : বলিউডের জগতে মোস্ট এলিজেবল ব্যাচেলরদের মধ্যে অন্যতম একজন সালমান খান ( Salman Khan )। তবে চিত্রনাট্য থেকে ছবির প্রতিটা দৃশ্য সবেতেই খুঁতখুঁতে তিনি। যেটায় না বলবেন, কেউ আর সেটায় হ্যাঁ করাতে পারবে না। এই নিয়ে কখনও পরিচালক, কখনও প্রযোজক, কখনও বা সহ-অভিনেতাদের সঙ্গেও বারবারই জড়িয়েছেন ঝামেলায়। ভাইজান ( Salman Khan ) আবার বিষেশত ছবির একটি দৃশ্যের ব্যাপারে অত্যন্ত কড়া। কি সেই দৃশ্য?
জমিয়ে প্রেমও করতে পারবেন। এক ঘুষিতে ভিলেনকে শুইয়ে দিতে পারবেন। শুধু একটা জিনিসেই তার আপত্তি। পর্দায় কিছুতেই কাউকে চুমু খাবেন না ভাইজান ( Salman Khan )। তবে তাকেই দেখা গিয়েছিল চুম্বন দৃশ্যে। ‘রাধে’ ছবিতে নায়িকা দিশা পটানির সঙ্গে ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড ভাইজান। ‘রাধে’ ছবির এই দৃশ্যটিতে রীতিমতো ঘনিষ্ঠ ছিলেন দু’জনে। সালমান এবং দিশা। ঠোঁটে ঠোঁটে ছড়াচ্ছে উত্তাপ। তা দেখে যতটা মুগ্ধ ভক্তকুল, ততটা বিস্মিতও। কার কথায় রাজি হয়ে এই ঘটনা ঘটালো সালমান? এটাই এখন প্রশ্ন অনুরাগীদের।
এর পিছনে আসল রহস্যটি কি? অনেক পরে ফাঁস হয়েছে এর পিছনে আসল কাহিনী। ছবির ওই দৃশ্যে দিশাকে চুমু খেয়েছেন সালমান ( Salman Khan )। আবার খাননিও বলা যায়। কারণ নায়িকার ঠোঁট ছিল সেলোটেপে ঢাকা। তার উপরেই ঠোঁট রেখেছিলেন ভাইজান। তাহলে না করতেই পারতেন। একটা দৃশ্য করার জন্য এত কান্ড? খানিকটা আপত্তি নিয়েই এই দৃশ্য করেছিলেন তিনি। পরিচালকের কথায় রাজি হয়ে শেষমেশ এই কান্ড ঘটিয়ে ছিলেন সালমান খান।