দক্ষিণী সিনেমার জেরেই এত ঠাটবাট! ৪ সিনেমা রিমেক করে কোটিপতি সালমান

মন্টি শীল, কলকাতা : বলিউড অর্থাৎ বিনোদনের এক অন্যতম জনপ্রিয় দুনিয়া। সাধারণত বিনোদনের নাম সামনে এলেই মাথায় আসে বলিউডের জনপ্রিয় সিনেমাগুলোর নাম। তবে অনুরাগী মহলে এই সমস্ত সিনেমা সম্পর্কে জানার অন্ত নেই। তবে এরই পাশাপাশি তারা জানতে তাদের প্রিয় বলিউড তারকাদের সম্পর্কে। আর এই জনপ্রিয় তারকাদের মধ্যে এক অন্যতম নাম হল বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খান। ইদানিং সময়ে অভিনেতার চারপাশে অনুরাগীদের ভীড় চোখে পড়ার মতো।
এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বলিউড ভাইজানের প্রভাব সুদূর প্রসারী। বলিউডের এই অভিনেতা জনপ্রিয় সিনেমা ‘ম্যানে পেয়ার কিয়া’ থেকে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। কিন্তু জানা গিয়েছে, বলিউডের ভাইজান তার অভিনয়ের কেরিয়ারের কিছু দক্ষিণী সিনেমার অনুকরণ করে জনপ্রিয় হয়েছেন। এমনকি বক্স অফিসে বেশ সাফল্যও লাভ করে এই সিনেমা গুলি। তবে আসুন একনজরে দেখে নিন সেই সিনেমার তালিকা গুলি-
• তেরে নাম
বলিউড অভিনেতা সালমান খানের অভিনীত জনপ্রিয় সিনেমা তেরে নাম ২০০৩ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে সালমানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী ভূমিকা চাওলাকে। সিনেমা মুক্তি পাওয়ার পর অভিনেতার স্টাইল জনসমক্ষে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে জানা গিয়েছে এই সিনেমাটি অর্থাৎ তেরে নাম এক দক্ষিণী সিনেমার অনুকরণে তৈরী করা হয়েছিল।
আরও পড়ুন ….নতুন অনুষ্ঠানের জেরে বন্ধের মুখে ‛কপিল শর্মা শো’! দুঃখে কাঁদো কাঁদো কপিল অনুরাগীরা
আরও পড়ুন ….রাজামৌলির সিনেমা করতেই মহাবিপদে প্রভাস থেকে অজয়! চাঞ্চল্যকর তথ্যে শোরগোল নেটপাড়ায়
• ওয়ান্টেড
সালমান খানের আরও এক জনপ্রিয় সিনেমা ওয়ান্টেড বক্স অফিসে মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সিনেমা মুক্তি পাওয়ার পর মূখ্য চরিত্র অর্থাৎ রাধে-এর চরিত্র অভিনেতা সালমানের অনুরাগী মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু পরবর্তী সময়ে জানা গিয়েছে এই সিনেমাটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা ‘পোকারি’-এর অনুকরণে তৈরী করা হয়েছিল।
আরও পড়ুন ….১০০০ কোটি পেরোলেই সিনেমা সুপারহিট! দক্ষিণী ছবি আরআরআর, কেজিএফ ২ নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ বাজপেয়ীর
• বডিগার্ড
২০১১ সালে বক্স অফিসে মুক্তি পাওয়া অভিনেতা সালমান খানের এই সিনেমাটি বিনোদনের জগতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। দর্শক মহল অভিনেতার অসাধারণ অ্যাকশন এর সঙ্গে সঙ্গে দুর্দান্ত কমেডি এবং রোম্যান্স বেশ পছন্দ করেছিল। এই সিনেমাতে সালমানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরকে। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পরবর্তী সময়ে জানা গিয়েছে এই সংশ্লিষ্ট সিনেমাটি দক্ষিণী সিনেমা ‘কাভালান’ এর অনুকরণে তৈরী করা হয়েছে।
• রেডি
২০১১ সালে বক্স অফিসে বডিগার্ড-এর সঙ্গে সঙ্গে সালমান খানের আরও এক জনপ্রিয় সিনেমা রেডি মুক্তি পায়। সিনেমার দুর্দান্ত অ্যাকশনের সঙ্গে সঙ্গে রোম্যান্স এবং কমেডি বেশ পছন্দ করেছিল দর্শকরা। রেডি সিনেমাতে সালমানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী আসীন-কে। তবে পরবর্তী সময়ে জানা গিয়েছে এই সিনেমাটিও একটি জনপ্রিয় দক্ষিণী সিনেমার অনুকরণ তৈরি করা হয়েছে।