কুমির বেশে ইনি কে? ছবি দেখে তাজ্জব নেট দুনিয়া

গলা পর্যন্ত জল, মাথায় টুপি। সঙ্গে মুখে চওড়া হাসি দিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। সামাজিক মাধ্যমে এই ছবি দেখে ইতিমধ্যেই হৈ চৈ শুরু হয়ে গিয়েছে। ভাবছেন কার কথা বলছি! আর কেউ নয়। এরকম বেশে ভাইরাল হয়েছেন স্বয়ং বলিউডের ভাইজান ( Salman Khan )। সম্প্রতি ভাইজানের এই ছবি বেশ ভাইরাল হয়েছেন। যেখানে দেখা যাচ্ছে বলিউডের কিং সলমন খান ( Salman Khan ) পুকুরে নেমে স্নান করছেন। আসলে এটি একটি ক্যানডিড। আর এই ক্যানডিড নিয়েই এখন যত ঝমেলা। অনুরাগীরা সলমনের ( Salman Khan )এই নয়া ছবি দেখা মাত্র বেশ চিন্তায় পড়ে গেছেন। তারা বুঝতে পারছেন বিষয়টি কি? তবে কি নতুন কোনও ছবির প্রচার!

আরও পড়ুন…………আবার মাঠে হেলিকপ্টার, বুড়ো হাড়ে ভেল্কিতে ধোনির অর্ধশতরান
সূত্র মারফত জানা গেছে যে, ২৫ ডিসেম্বর মধ্যরাতে পানভেলে নিজের খামার বাড়িতে সাপের কামড় খেয়েছিলেন ভাইজান। তারপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সেদিন নিজের খামার বাড়ির একটি অকৃত্রিম পুকুরে স্নান করছিলেন অভিনেতা। সেখানে সাপ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। ব্যস তারপরই ঘটে অঘটন। হঠাৎ অভিনেতা উপলব্ধি করতে পারে যে, সাপের মত কিছু একটা তাকে কামড় দিয়েছে। অবশেষে নিশ্চিত হয় যে সেটা সাপের কামড় ছিল। শনিবারেই নিজের সামাজিক মাধ্যমে দুটো ছবি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। ছবি দুটো ভাইরাল হওয়ার পর থেকেই নেট মাধ্যমে শোরগোল। এই ছবিতে সলমনকে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে। মাথায় ঘিয়ে রঙ্গের টুপি পড়ে আছেন অভিনেতা। এই ছবিটি প্রকাশ্যে আসার সাথে সাথে আসতে থাকে মজার মজার কমেন্ট। আমজনতা থেকে শুরু করে বলিউডের তারকারাও কমেন্ট করেন। অনেকেই লিখেছেন বহুদিন ধরেই তারা সলমনকে ( Salman Khan ) মিস করছেন। অনেকেই লিখেছেন পরের সিনেমায় সলমনকে দেখা যাবে কুমিরের চরিত্রে।
আরও পড়ুন……………কেরানি পুস্করনাথের ছেলে অনুপম, এখন দুশো কোটির নায়ক অনুপম খের
প্রসঙ্গত এই ছবিটি দেখে বোঝার উপায় নেই যে ছবিটি কবে কোথায় তুলেছেন। তবে বোঝাই যাচ্ছে যে, বেশ মজার ছলেই তুলেছেন ছবিটি। শুধু তাই নয় কাজের ফাঁকে নিজেকে একটু সময়ও দিচ্ছেন এই অভিনেতা। এর আগেও বহুবার এই অভিনেতাকে দেখা গেছে ছুটির মেজাজে।