বড়সড় রোগে ভুগতে পারেন সলমন, হতে পারে অস্ত্রোপচারও! চিন্তায় ঘুম ওড়ার জোগাড় ভাইজান ভক্তদের

রাখী পোদ্দার, কলকাতা : বলিউডের ( Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে নাম উঠে আসে ভাইজানের। তিনি তাঁর ভক্তদের উপহার হিসেবে দিয়েছেন একাধিক ব্লকবাস্টার হিট সিনেমা। ‘ম্যায়নে প্যার কিয়া’ তাঁর প্রথম হিট ছবি। তারপর কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল বটেই। কিন্তু তারপর বক্স অফিসের সফল নায়কদের মধ্যে জায়গা করে নেন তিনি। তাঁর ছবি ২০০ কোটি টাকার ওপর ব্যবসা করেছে। তবে সাম্প্রতিক সময়ে তাঁর অভিনীত সিনেমাগুলো তেমন দাগ কাটতে পারছে না মানুষের মনে। নিজের কেরিয়ারে একজন সফল অভিনেতা হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনে এখনও একাই রয়ে গেছেন সালমান খান ( Salman Khan)। একাধিক প্রেমের বন্ধনে জড়ালেও বিয়ে এখনও পর্যন্ত করেননি তিনি। তবে সম্প্রতি তাঁকে ঘিরে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে বড়সড় রোগে আক্রান্ত হতে পারে সকলের প্রিয় ভাইজান। এমনকি হতে পারে অস্ত্রোপচারও।

 

জানা গিয়েছে, বলিউডের একটি নামকরা পোর্টাল কথা বলেছিলেন সেলিব্রিটি জ্যোতিষ পণ্ডিত জগন্নাথ গুরুজি ( Pandit Jagannath Guruji)র সঙ্গে। তিনি সালমান খানের ভাগ্য গননা করেছেন। তিনি গননা করে বলেছেন ভবিষ্যতে কঠিন সময় অপেক্ষা করে আছে সালমান খানের জন্য। তিনি বলেছেন অবস্থান পরিবর্তন করছে রাহু। আর তার সরাসরি প্রভাব পড়বে সালমান খানের ( Salman Khan) ওপর। ফলে বাড়তে পারে তাঁর মানসিক চাপ। এমনকি হানিও হতে পারে সালমানের সম্মানের।

 

picsart 22 06 21 16 31 10 489পণ্ডিত জগন্নাথ গুরুজি ( Pandit Jagannath Guruji) আরও বলেন, রাহু অবস্থান পরিবর্তন করায় প্রায় এক বছর কিংবা তারও বেশি দিন খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে সালমান খানকে। প্রায় এক বছর পর সালমান খান স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন তিনি। হারিয়ে যাওয়া গৌরবও ফিরে পাবেন তিনি। জ্যোতিষী আগামী এক বছর সালমান খানকে স্বাস্থ্যের দিকে সচেতন থাকতে নির্দেশ দিয়েছেন। নয়তো বিভিন্ন কারণে অসুস্থ হতে পারেন তিনি। যদি প্রথম থেকেই সতর্ক না থাকেন তাহলে অস্ত্রোপচারও হতে পারে তাঁর, এমনটাই গননা করে পেয়েছেন জগন্নাথ গুরুজি।

 

picsart 22 06 21 16 27 01 742রাহুর স্থান পরিবর্তনের ফলে কোনও প্রভাব পড়বে না সালমানের পেশাগত জীবনের ওপর। তাঁর প্রোডাকশন হাউস ও এনজিও সমান তালে কাজ করবে। তবে নানাক্ষেত্রে এই সময় মানসিক চাপ নিতে হবে তাঁকে। তবে এটাই প্রথম নয় এর আগেও খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলিউডের ভাইজানকে। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর সালমান খান বিবেক ওবেরয়কে হুমকি দিয়েছিলেন। যা নিয়ে এখনও চর্চা চলে বলিউডে। সেই সময় সালমানের একাধিক কাজ কর্মের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তা ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দামাও ছিল। যা সম্মান হানি করেছিল সালমান খানের ( Salman Khan)। বর্তমানে সালমান কাজ করছেন কাভি ইদ কাভি দিওয়ালিতে। পাইপলাইনে রয়েছে তাঁর টাইগার ৩ এবং পাঠান।




Leave a Reply

Back to top button