পকেটে ছিল না টাকা! আর্থিক সংকটের মাঝে ভাইজানকে জামা কিনে দিয়েছিল সুনীল শেট্টি

ভারতের বিনোদন জগতের প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেতা হলেন সলমন খান। নেটিজেনদের কাছে যিনি ভাইজান নামেও বেশ পরিচিত। বহু দশক ধরে বলিউডে অভিনয় করছেন ভাইজান। তার নিখুঁত অভিনয়ের দরুন খুব সহজেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। আজকের এই দিনে দাঁড়িয়ে জনপ্রিয় এই অভিনেতার অর্থের কোনও অভাব নেই। কিন্তু পূর্বে এই অভিনেতার যে কোন অর্থাভাব ছিলনা, এমন ধারণা করাও ভুল। পূর্বে একবার অর্থাভাবের মধ্যে পড়েছিলেন সলমন খান। আর তার এই কষ্টের সময় তার পাশে ছিলেন সুনীল শেট্টি ( how suniel shetty helps salman khan ) ।
প্রসঙ্গত চলতি মাসের শুরুতেই আবুধাবি শহরে আইফা অ্যাওয়ার্ড ২০২২ এর আয়োজন করা হয়েছিল মহা ধুমধামে। যদিও ভারতে এখনও এই অ্যাওয়ার্ড শো এর সম্প্রচার শুরু হয়নি। আগামী ২৫ জুন, রবিবার রাত ৮টায় কালার্স টিভিতে সম্প্রচারিত হতে চলেছে এই জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড শো। তবে ইতিমধ্যেই কালার্স চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই অ্যাওয়ার্ড শো-এর একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় চোখের জল ফেলছেন বলিউডের ভাইজান সলমন খান। একসময় তার জীবনে চলা আর্থিক সমস্যার কথা প্রকাশ করতেই কেঁদে ফেলেছিলেন তিনি।
ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছিল যে রীতেশ দেশমুখ সলমন খানকে কিছু প্রশ্ন করছেন। তিনি সলমন খানকে জিজ্ঞেস করেছিলেন যে তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি। আর এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে একটা সময় তার কাছে কোনও টাকা ছিল না। প্রচন্ড অর্থাভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। তখন সুনীল শেট্টির দামী জামাকাপড়ের দোকানে একবার গিয়েছিলেন ভাইজান। যদিও একটি টি-শার্ট এবং জিন্স কেনার টাকা ছাড়া তার কাছে আর কিছু ছিলনা। এই ব্যাপারটা সুনীল বুঝতে পেরে বেশ দামি একটা স্টোন ওয়াশড টি-শার্ট সলমনকে উপহার দিয়েছিল।
View this post on Instagram
শুধু এখানেই শেষ নয়। সুনীল শেট্টির দোকানে সলমন খানের চোখ একটি মানিব্যাগের ওপর পড়েছিল। একথাও বুঝতে পেরেছিলেন সুনীল শেট্টি। আর তারপরই নিজের বাড়িতে নিয়ে গিয়ে সলমনকে সেই মানিব্যাগটি উপহার দেন সুনীল। এসব কথা বলতে বলতেই ভাইজানের চোখ ভিজে যায় জলে। আর এই প্রোমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন সলমনের অনুরাগীরা। একজনের কথায় সলমন খানকেও যে এমন দিনের মধ্য দিয়ে যেতে হয়েছে তা তারা ভাবতেও পারেননি। আবার বেশ কয়েকজন দুঃসময়ের সলমন খানের পাশে দাঁড়ানোর জন্য সুনীল শেট্টির প্রশংসা করেছেন।