ডিভোর্সের পর বেড়েছে সামান্থার হাত-খরচ! সংসার টানতে সোশ্যাল মিডিয়া দিয়ে আয় করছেন কোটি টাকা

প্রত্যুষা সরকার, কলকাতা: বর্তমানে ভারতের চলচ্চিত্র জগতে বলিউডের সাথে সমান ভাবে টেক্কা দিচ্ছে দক্ষিণী ছবি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কয়েকটি ছবি দক্ষিণী বিভিন্ন ছবি থেকে কপি করা হয়েছে। তবে শুধু সিনেমার গল্প বা অভিনয় নয়। দক্ষিণী সুন্দরী অভিনেত্রীরও টেক্কা দিচ্ছেন বলিউডের অভিনেত্রীদের। যার মধ্যে একজন হলেন দক্ষিণী ছবির একজন জনপ্রিয় নায়কা সামান্থা রুথ প্রভু ( Samantha Prabhu )।

কয়েক মাস ধরে নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ নিয়ে টাইমলাইন-এ থাকেন। দক্ষিণী নায়ক নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের পর হু হু করে নিজের দাম বাড়িয়ে চলেছেন সামান্থা রুথ প্রভু ওরফে সামান্থা প্রভু। বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক দাবি করা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সামান্থা ( Samantha Prabhu )।

img 20220621 115343

এই বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া দক্ষিণী ব্লকবাস্টার সুপার হিট সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির ‘ও আন্তাভা’ আইটেম গানে মাত্র তিন মিনিট ৪৮ সেকেন্ড নেচেই ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা ( Samantha Prabhu )। এবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইন্সটাগ্রামে মাত্র একটি পোস্টের জন্য কোটি টাকার উপরে অর্থ নিলেন এই দক্ষিণী অভিনেত্রী।

img 20220621 115527

এক তেলেগু সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে থেকে জানা গেছে, সম্প্রতি ব্রিটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের সাঁতারের পোশাক পরে ফ্রেমবন্দি হন সামান্থা ( Samantha Prabhu )। সেই ব্র্যান্ড হাউজের প্রচার করতে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করতে হয় নায়িকাকে। শোনা যায়, আর সেই পোস্টের জন্য ৯০ লাখ রুপি নিয়েছেন সামান্থা।

img 20220621 115446

বিবাহ বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যান ফলোয়াড় বেড়ে গেছে সামান্থার। প্রতি মাসে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই নায়কা আয় করেন প্রায় ৩ কোটি রুপি। এই থেকে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে, ইনস্টাগ্রামসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাব রয়েছে সামান্থার ( Samantha Prabhu )। একই সাথে বিচ্ছেদের পর তাঁর ডিমেন্ডও বেড়ে গেছে। একের পর এক কাজের জন্য ডাক আসছে সামান্থার।




Leave a Reply

Back to top button