মাকে খুব মনে পড়ছে, মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগে ভাসলেন বলিউড স্ট্রংম্যান

জয়িতা চৌধুরী, কলকাতা- মঙ্গলবার ( Tuesday ) ইদ ও অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে মন ভালো নেই ‘মুন্নাভাইয়ের’। ৩রা মে ছিল কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্তের মৃত্যুবার্ষিকী (Death anniversary )। এদিন মাকে স্বরন করে ছেলে অর্থাৎ অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt ) ইন্সটাগ্রামে মায়ের উদ্দেশ্যে লেখেন, ‘এমন একটাও মুহূর্ত যায় না, যখন তোমার কথা মনে পড়ে না মা। মা, তুমি আমার জীবনের ভিত্তি, আমার আত্মার শক্তি। যদি আমার স্ত্রী আর সন্তানেরা তোমার ভালোবাসা আর আর্শীবাদ পেতো…. আমি তোমাকে আজ মিস , আসলে প্রতিদিনই করি’।
শ্রীদেবি কন্যা জান্হবি কাপুরের ( Janhvi Kapoor ) মতো সঞ্জয় দত্তের জীবনের একটাই আক্ষেপ তার প্রথম ছবি দেখে যেতে পারেননি তার মা নার্গিস। সেই সময়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তার মা। শেষ পর্যন্ত তার প্রথম ছবি ‘রকি’ মুক্তির তিনদিন আগে ইহলোক ত্যাগ করেন তিনি। ছবির প্রিমিয়ারে তার জন্য নির্ধারিত চেয়ারটি ফাঁকাই ছিল। সঞ্জয় দত্তের ভাষ্যমতে সেই শূন্যতা কক্ষনই পুরন হয়নি তার জীবনে।
শোনা যায়, মা হারানোর শোকেই নাকি নেশা করা শুরু করেন তিনি। যার জন্য পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরতে বেশ কিছুটা সময় লাগে অভিনেতার। প্রচু্র রিহাব, কাউন্সেলিনের পর তিনি সম্পূর্ণ সুস্থ হন। এরপর ধীরে- ধীরে একটু করে নজর দেন নিজের কেরিয়ারের দিকেও। কারন তার মায়ের একমাত্র ইচ্ছে ছিল ছেলেকে সফল অভিনেতা হিসেবে দেখা। এদিন অভিনেত্রীর ছিল ৪১তম মৃত্যুবার্ষিকী ( 41 death anniversary )।
আরও পরুনঃ ‘টলিউডের থেকে বলিউডে সম্মান বেশি’- বিস্ফোরক টোটো রায়চৌধুরী
মায়ের একটি ছবির সাথে এদিন অভিনেতার বোন প্রিয়া দত্ত ( Priya Dutt ) নিজের ইন্সটাগ্রামে ( Instagram ) শেয়ার করেছেন, ‘তাঁর অস্তিত্ব আমার জীবনে, আমার কাজে সর্বত্র বিরাজমান। মা, ১৯৮১ সালের আজকের দিনে চলে গিয়েছেন। তখন আমার বয়স মাত্র ১৪ বছর। তবে বিশ্বাস করুন উনি আমার পাশে সবসময় ছিলেন,কোনওদিন ছেড়ে যাননি। হয়ত সশীরে উনি ছিলেন না, কিন্তু যত বড় হয়েছি উপলব্ধি করেছি … ওঁনার আত্মা আমার জীবনে, আমার কাজের মধ্যেই রয়েছে’।
‘মাদার ইন্ডিয়া’ ( Mother India ) ছবির জন্য বিখ্যাত নার্গিস ( Nargis ) হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন মাত্র ৬ বছর বয়সে। শিশু অভিনেত্রী হিসাবে কাজ শুরু করলেও, তিনি ছিলেন পঞ্চাশের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। সুনিল দত্তর (Sunil Dutt ) সাথে বিয়ে হওয়ার পর তার কেরিয়ারে ইতি টানেন অভিনেত্রি। তার এবং সুনিল দত্তের তিন সন্তান সঞ্জয়, প্রিয়া ও নম্রতা।