বিয়ে করতে মরিয়া সারা! পাত্র না খুঁজে পাওয়া নিজের মামাকে বিয়ে করতে চেয়ে ছিলেন সাইফ কন্যা

অহেলিকা দও, কলকাতা : সাইফ আলি খান ( Saif Ali Khan ) বলিউড তারকার মধ্যে বিখ্যাত মুখ। একাধিক সুপার হিট সিনেমার মাধ্যমে পুরো বলি দুনিয়াকে নিজের দিওয়ানা করে তুলেছিলেন সাইফ আলি খান। তার কাছে পয়সার কোন কমতি নেই। শুধুমাত্র অভিনয় নয়, তার বাবা ছিলেন বিরাট বড় জমিদার। তাই তাদের কাছে অগাধ সম্পত্তি রয়েছে। বর্তমানে সাইফ আলী খানের চর্চা সর্বত্রব্যাপী। ইদানীং সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চার মধ্যে রয়েছেন তার কন্যার জন্য ( Sara Ali Khan )।

সাইফ আলী খানের কন্যা নিজেও বলিউড দুনিয়ায় বেশ জনপ্রিয় তারকা। সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করার পর থেকেই সারা আলি খান ( Sara Ali Khan ) তার অভিনয় দক্ষতার জন্য প্রশংসা কুড়িয়েছেন সকলের। তার পাশাপাশি আজকে তিনি যে জায়গায় পৌঁছেছেন, তার জন্য তিনি তার বাবার সাহায্য খুব একটা পান নি, বরং তিনি নিজের যোগ্যতায় এতদূর আসতে পেরেছেন। কিন্তু, তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন। তিনি একটি লাইভ অনুষ্ঠানে জানিয়েছিলেন, তিনি যে ছেলেকে বিবাহ করতে চান, একদিক থেকে সে তার মামা। হঠাৎ এখন কোনোভাবেই তিনি সম্পর্কে তার মামাকে বিয়ে করতে পারবেন না।

sara ali khan

আপনাদের জানিয়ে রাখি সারা আলি খান ( Sara Ali Khan ) প্রথম থেকেই রানবির কাপুর কে বিবাহ করতে চেয়ে ছিলেন। ২০১৮ সালে কফি উইথ করণ-এ হাজির হন সারা আলি খান। বাবা সইফের সঙ্গেই করণের শোয়ে হাজির হন সারা। সেখানে সারা কাকে বিয়ে করতে চান বলে জিজ্ঞাসা করেন করণ জোহর। যার উত্তরে রণবীর কাপুরের নাম নেন সইফ-কন্যা। তিনি বলেন, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি।

sara ali khan

কিন্তু কারিনা কাপুর সাইফ আলী খানের স্ত্রী। অন্যদিকে রানবির কাপুর করিনা কাপুরের ভাই। তাই একদিক থেকে সারা আলি খানের ( Sara Ali Khan ) মামা হচ্ছেন রানবির কাপুর। তাই তাকে পছন্দ করলেও এই মুহূর্তে রণবীর কাপুরের স্ত্রী হয়ে উঠতে পারবেন না সারা আলি খান। তার পাশাপাশি রানবির কাপুর এখন নিজেও বিবাহিত। তিনি আলিয়া ভাটের সাথে বিবাহ করে এই মুহূর্তে সংসার করছেন। তাই আর কোনোভাবেই সম্ভব নয় সাইফ আলী খানের কন্যার সাথে রানবির কাপুরের বিয়ের সানাই বাজার।




Leave a Reply

Back to top button