পঁচিশ বছর পূর্তি হতেই বড় ঘোষণা শাহরুখের! আসছে বড় পর্দায় ‘কুছ কুছ হোতা হ্যায়?’
ফের 'কুছ কুছ হোতা হ্যায়'-তে অভিনয়ের সিদ্ধান্ত শাহরুখের?

পূর্বাশা, হুগলি: বলিউডের সর্বকালীন হিট লিস্টে নাম রয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর। বলা যায় এই ছবি সিনে প্রেমীদের নস্ট্যালজিয়া। সেই ‘কুছ কুছ হোতা হ্যায়’ পার করল পঁচিশ বছর। আর ২৫-এর অনুষ্ঠানে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন বলিউড বাদশা শাহরুখ খান। ফের ফিরবে শাহরুখ-কাজল-রানির জুটি? খোলসা করলেন কিং খান নিজেই।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে পাশাপাশি দাঁড়িয়ে শাহরুখ ও রানি মুখার্জি। অভিনেত্রীর পরণে হালকা গোলাপি শাড়ি আর শাহরুখের পরণে কালো টিশার্ট-জ্যাকেট। এই অনুষ্ঠানে মাইক হাতে শাহরুখ বলেন জানিনা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো প্রেমের গল্পে আবার অভিনয় করবো নাকি! আর একথা শুনে উত্তেজনায় ফেটে পড়ে উপস্থিত দর্শক।
যদিও জল্পনা জিইয়েই রাখলেন অভিনেতা। সত্যি এই ছবি ফিরবে নাকি তাও অনিশ্চিত। তবে দর্শক দের আশা, তিনিই জাওয়ান তিনিই সেরা। তাই মিষ্টি প্রেমের গল্পেও তিনি আগুন ঝরাবেন । আপাতত অপেক্ষায় অনুরাগীরা। ফের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিরবে কিনা ঘোষণা করবেন শাহরুখ নিজেই।