“আমার জীবনের সেরা দিন’,বললেন শাহ্রুখ,এবার বিজ্ঞাপনে দেখা যাবে বাবা মেয়ের যুগলবন্দি

বাবা শাহরুখের ( Shah Rukh Khan) বিরুদ্ধে মস্ত বড় অভিযোগ আনলেন মেয়ে সুহানা ( Suhana )। সুপারস্টার বাবার বিরুদ্ধে কি অভিযোগ আনলেন মেয়ে! বাবা শাহরুখ বেজায় ব্যস্ত। দুবাই শহরে গিয়েও নাকি তিনি বেজায় ব্যস্ত রয়েছেন। শহর ঘুরে দেখার মত সময়ই নাকি হয়ে উঠছে না। ব্যস্ততার মাঝে মেয়ের ফোন ধরেই পেলেন বেশ কিছু পরামর্শ।তারপর তিনি বেরিয়ে পড়লেন শহর ঘুরে দেখতে। এভাবেই বাবা মেয়ের যুগলবন্দী দেখা যাবে বিজ্ঞাপনে। যেখানে মেয়ে সুহানা বাবা শাহরুখকে একঘেয়েমি জীবন থেকে রেহাই পাওয়ার পরামর্শ দিচ্ছেন। এই প্রথমবার দীর্ঘক্ষন তারা স্ক্রিন শেয়ার করতে চলেছেন।
আরও পড়ুন……বিরাট হৃদয়, বিশেষভাবে-সক্ষম ভক্তের জন্য যা করলেন কোহলি
সম্প্রতি এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিং খান। দুবাই পর্যটনের হয়ে এই প্রচারে মুখ দেখাবেন শাহরুখ ( Shah Rukh Khan) । এর আগেও বহুবার তিনিন দুবাই পর্যটনের সাথে কাজ করেছেন। তবে এবারের কাজের ধরন অনেকটা আলাদা। এই বিজ্ঞাপনটিতে তার সাথে কাজ করেছেন তার একমাত্র মেয়ে সুহানা। বিজ্ঞাপনটিতে সুহানা থাকলেও পর্দায় তাকে দেখা যায়নি। বিজ্ঞাপনটিতে দেখা যায় যে মেয়ের পরামর্শে শাহরুখ ( Shah Rukh Khan) দুবাই শহর ভ্রমণে বেরিয়ে পড়ে। এরপর ফিরে এসে মেয়ের পরামর্শের ব্যাপারে শাহরুখ জানান সব থেকে সুন্দর ও সেরা দিন কাটিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন……Partha Chatterjee TMC: পুরানো পদেই বহাল পার্থ, নতুন বছরে দলের গঠন-কাঠামো সাজিয়ে নিলেন মমতা
বাস্তব জীবনেও শাহরুখ তার কন্যা সুহানার সাথে অনেক বিষয়েই পরামর্শ করেন ও মেয়ের কথা শোনেন। মেয়ে সুহানা ও ছেলে আরিয়ানের সাথে তার সমস্ত বিষয়েই কথা হয়। সুপারস্টার শাহরুখ ব্যক্তিগত জীবনে একজন ফ্যামিলি পার্সন। ইতিমধ্যেই বিজ্ঞাপনটি নেটিজেনদের থেকে জনপ্রিয়তা লাভ করেছেন। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখের নতুন ছবি “পাঠান”। জোরকদমে প্রচারকার্য শুরু দিয়েছেন কিং খান।