Shah Rukh Khan: এখনই লঞ্চ করবে না SRK+, নতুন বিজ্ঞাপনে সালমানের প্রসঙ্গ তুললেন শাহরুখ

অনীশ দে, কলকাতা: অনেকদিন আগেই শাহরুখ খান(Shah Rukh Khan) ঘোষনা করেন তিনি নিজের একটি ও টি টি অ্যাপ আনার কথা ভাবছেন যার নাম SRK+। কিন্তু খুবই দীর্ঘ সময় ধরে তাকে অপেক্ষা করতে হচ্ছে Disney+ Hotstar এর জন্য(Shah Rukh Khan)। কারন রণবীর সিং(Ranveer Singh) এর 83 হোক কিংবা অজয় দেবগণের(Ajay Devgan) রুদ্র সিরিজ সব কিছুই রয়েছে Disney+ Hotstar- এ।
Abhi toh matches dekh raha hu, phir tumhe bhi dekh lunga @DisneyPlusHS walo https://t.co/ILr3uBzacq
— Shah Rukh Khan (@iamsrk) March 31, 2022
আরও পড়ুন: মা হওয়ার পর আবারো পর্দায় ফিরছে মিঠাইয়ের নন্দা, অভিনেত্রীর ফিরে আসায় খুশি দর্শকেরা
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই একটি অ্যাড আপলোড করলেন শাহরুখ। বিগত কয়েক মাস ধরেই শাহরুখ(Shah Rukh Khan) ইঙ্গিত দিচ্ছেন তিনি ও.টি.টি (OTT)- তে কিছু একটা করতে চান। কিন্তু Disney+Hotstar এর জেরে বারবার তার এই ভাবনা পিছিয়ে যাচ্ছে, এরকমই গল্প এই প্রচারমূলক ভিডিওটির(Shah Rukh Khan)। প্রথমে শাহরুখ কে(Shah Rukh Khan) একা দেখা গেলেও, এই অ্যাডের নবতম সংযোজন হিসেবে দেখা গিয়েছে অনুরাগ কাশ্যপকে(Anurag Kashyap)।
Dil toh pagal tha, ab dimaag bhi kharaab kar diya @DisneyPlusHS walon ne 🤬 pic.twitter.com/N2d59xoqcL
— Shah Rukh Khan (@iamsrk) March 24, 2022
ইতিমধ্যেই #ThodarukShahRukh টুইটারে ট্রেন্ড করা শুরু করে দিয়েছে(Shah Rukh Khan)। শেষবার রুপোলি পর্দায় তাকে দেখা গিয়েছিল তিন বছর আগে। তিন বছরের বিরতির পর শাহরুখ খান(Shah Rukh Khan) ইয়াশ রাজ ফিল্মস -এর হাত ধরে পাঠান(Pathaan) রূপে ফিরছেন বড় পর্দায়। ছবির পরিচালকের ভূমিকায় থাকছেন হৃতিক রোশন অভিনীত(Hritik Roshan) ব্যাং ব্যাং(Bang Bang) খ্যাত সিদ্ধার্থ আনন্দ(Sidhharth Anand)।
আরও পড়ুন: এপ্রিলেই শুরু হচ্ছে নতুন জ্যোতিষ বর্ষ, নতুন চাঁদকে সঙ্গে নিয়ে কেমন যাবে আপনার ভাগ্য
পাঠানের জন্য শরীরচর্চায় আবার মনোনিবেশ করতে হয়েছে শাহরুখকে(Shah Rukh Khan)। হ্যাপি নিউ ইয়ার সিনেমাটির পর আবার তাকে দেখা যাবে পেশীবহুল চেহারায়। যা ইতিমধ্যেই দর্শকদের রাতের ঘুম কেড়েছে। এই ছবিতে শাহরুখের(Shah Rukh Khan) পাশাপাশি অভিনেতা জন আব্রাহাম(John Abraham) ও দীপিকা পাডুকোনকে(Deepika Padukone) আমরা দেখতে চলেছি। শাহরুখের(Shah Rukh Khan) শেষ ছবি জিরো বক্স অফিসে(Box Office) লাভের মুখ দেখতে পারেনি। তবে পাঠানের দিকে তাকিয়ে আসায় বুক বাঁধছে শাহরুখ ভক্তরা। শাহরুখের(Shah Rukh Khan) পরবর্তী ছবির তালিকায় যে সমস্ত প্রতিষ্ঠিত পরিচালকের নাম আছে তারা হলেন সঞ্জু(Sanju) খ্যাত রাজকুমার হিরানি(Rajkumar Hirani), এবং দক্ষিণী সিনেমার পরিচালক আটলী(Atlee)। দেখার অপেক্ষা পাঠান(Pathaan)ও এই ছবিগুলো দর্শক গ্রহণ করে কি না।