সিনেমা হলে দুরন্ত খেল! ১১০০ কোটির গন্ডি পেরোলো শাহরুখ খানের ‘জওয়ান’…

বক্স অফিসে ছুটছে জওয়ান! পার করলো ১১০০ কোটির গন্ডি

পূর্বাশা, হুগলি: চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পায় বলিউড বাদশার সাম্প্রতিক ছবি ‘জওয়ান’। মুক্তির পর থেকেই ছুটছে এই ছবি। হলে হলে মানুষের ভিড়, জওয়ান নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যে কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। সূত্রের খবর, হিসেব বলছে এখনও পর্যন্ত প্রায় ১১০০ কোটি টাকা কামিয়ে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’।

Bollywood,Movie,Shah Rukh Khan,Jawan

প্রথম থেকেই রেকর্ড ভাঙতে ওস্তাদ বাদশার ফিল্ম ‘জওয়ান’। গ্লোবাল বক্স অফিসেও ইতিহাস গড়েছে
এই ছবি। দেশের মতো বিদেশেও ছুটছে ‘জওয়ান’ ঝড়। এক মাসে প্রায় ৩৬৯.৯০ কোটির ব্যাবসা করেছে জওয়ান। এবছর শাহরুখ খানের প্রথম হিট
ছিল ‘পাঠান’। তবে ‘জওয়ান’ যেন সমস্ত রেকর্ড ব্রেক করে ছুটছে। এই কদিনে ‘জওয়ান’ যেভাবে হাজার হাজার রেকর্ড ক্রস করেছে, সেখানে এই ছবির ঘোড়া দৌড় থামানো যে মুশকিল তা বোঝাই যাচ্ছে।

Bollywood,Movie,Shah Rukh Khan,Jawan

হিসেব বলছে, ‘জওয়ানের’ হিন্দি সংস্করণ খুব শীঘ্রই ৬০০ কোটির ঘরে পা রাখতে চলেছে। ইতোমধ্যে এই ছবির থেকে আয় হয়েছে ৫৬০.০৩ কোটি টাকা। শুধু তাই নয়, হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ছবি থেকেও ‘জওয়ানের’ আয় মন্দ নয়।




Leave a Reply

Back to top button