মুখে মিষ্টি হাসি, গিটার কোলে গলায় সুর ধরেছে শাহরুখ পুত্র! ভাইরাল ভিডিও

বছর ঘুরেছে, সময় বদলেছে। ঠিক এক বছর আগে মাদক মামলায় জড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে আপাতত সেই মামলা থেকে বেকসুর খালাস হয়েছেন তিনি। টানা একবছর ধরে পুলিশি টানাপোড়েনে জীবন নাজেহাল হয়ে উঠেছিল তাঁর। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। বলি কিং শাহরুখ ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের পুত্র আরিয়ান। শাহরুখের বড় কাছের সে, এমনটাই শোনা যায় নেটপাড়ায়। ছেলে সব ইচ্ছা মুহূর্তে পুরণ করেন তিনি।
সম্প্রতি নেটমাধ্যমে একটি পুরানো ভিডিও ভাইরাল হয়েছে আরিয়ান খানের। চিরকালই ক্যামেরার সামনে গম্ভীর মুখে থাকেন আরিয়ান। কিন্তু এই ভিডিওতে একেবারে অন্য রকম দেখাচ্ছে তাঁকে। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, বন্ধুদের সঙ্গে হাসি মুখে সময় কাটাচ্ছে সে। হাতে রয়েছে গিটার আর তা বাজানোর সঙ্গে গলায় মিষ্টি সুরে গান ধরেছে আরিয়ান। গলা মেলাচ্ছে তাঁর বন্ধুরাও। ভিডিওটি দেখে বোঝা গেছে তা বেশ পুরানো। এদিন রেডিট নামে এক সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি।
ভাইরাল ভিডিয়োয় শাহরুখের এই গম্ভীর পুত্রের মুখে হাসি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘বিরল মুহূর্ত!’। অপর এক নেটিজেনের মন্তব্য, ‘এই প্রথমবার কোনও ভিডিওতে আরিয়ানকে হাসি খুশি দেখাচ্ছে।’ অন্য একজন নেটিজেনের মন্তব্য, ‘আমার মনে হয় না এর আগে কখনও আরিয়ানকে হাসতে দেখেছি।’ অনেকে আবার আরিয়ানের মিষ্টি হাসির প্রেমে পড়ে নিজেদের প্রেম জাহির করে বসেন পোস্টের মন্তব্যের জায়গায়।
উল্লেখ্য, ২০২১ সালে মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে মাদক-কান্ডে প্রথমে আটক তারপর গ্রেফতার হন আরিয়ান খান। তারপর শুরু হয় জেরাপর্ব। নাটকীয়তার সঙ্গে অক্টোবর মাসে শেষের দিকে জামিন পান শাহরুখের বড় পুত্র। শুধুই আরিয়ান নয়, সেই প্রমোদতরী থেকে আটক করা হয় বহু বিত্তশালী ব্যাক্তিদের ছেলে-মেয়েকে। গত ২৭ মে ২০২২-এ ক্রুজকান্ডে আরিয়ান খানকে ক্লিনচিট দেয় NCB। মাদককাণ্ডে ছ’হাজার পাতার চার্জশিট ফাইল করেছে NCB। তার মধ্যে অভিযুক্ত হিসেবে ১৪ জনের নাম রয়েছে। ওই তালিকায় নেই আরিয়ান সহ মোট পাঁচ জনের নাম। এনসিবির পক্ষ থেকে বেকসুর ঘোষণা করা হয় আরিয়ানকে।