দক্ষিণী পরিচালকের সঙ্গে জুটি বাঁধল শাহরুখ! তবে কি বলিউড ছেড়ে এবার দক্ষিণে পা বাদশার?

মন্টি শীল, কলকাতা : বেশ কিছু দিন যাবত বিনোদন জগৎ, বিশেষত বলিউড এক অদ্ভুত রকমের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এই আলোচনার অন্যতম কারণ হল বলিউড বাদশাহ ওরফে শাহরুখ খান (Shahrukh Khan)। বিগত কয়েক বছর এই বলি অভিনেতা বড়পর্দা থেকে এক লম্বা ছুটি নিয়েছেন। বাদশাহ কে শেষ বারের মতো মতো ২০১৮ সালে জিরো (Zero) সিনেমার মধ্যে দিয়ে। এরপর কেটে গিয়েছে দীর্ঘ বেশ কিছু দিন। তার মাঝেই শুরু হয়ে যায় করোনা সংক্রমণ এর পরিস্থিতি। সেই সময় ওটিটি প্ল্যাটফর্মে কিছু বলি অভিনেতাদের সিনেমা মুক্তি পেলেও শাহরুখের হাত ছিল একেবারেই ফাঁকা।

যার জেরে এক গভীর প্রভাব পড়েছিল দর্শক মহলে। তারা বড় পর্দায় নিজেদের প্রিয় তারকাকে দেখতে না পেরে এক অজানা বিষন্নতায় ডুবে ছিলেন। কিন্তু এইবার হয়তো অনুরাগীদের বিষন্নতা কাটিয়ে ওঠার সময় এসে গিয়েছে। কারণ জানা গিয়েছে, খুব শীঘ্রই এক ঝাঁক সিনেমার ঝুঁলি নিয়ে দর্শকদের মাঝে হাজির হতে চলেছেন বাদশাহ। তার মধ্যে একটি অন্যতম হল দক্ষিণী পরিচালক অ্যাটালির (Southern director Atlee) সঙ্গে জুটি বেঁধে নির্মিত সিনেমা। যার খবর ইতিমধ্যেই সোস্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

31c32

আরও পড়ুন ….ঘরে ঢুকেই মাথায় হাত স্বামীর! পরপুরুষের সঙ্গেই বিছানায় ঘনিষ্ঠ পত্নী, তারপর….
আরও পড়ুন ….এটা কি ছ্যাবলামী চলছে? ধূলোকনায় সানামের গানের অনুকরণ নিয়ে তীব্র কটূক্তি নেটি দুনিয়ায়

জানা গিয়েছে, এই আসন্ন সিনেমাটির নাম এখনও পর্যন্ত স্থির করা হয়নি, তবে খুব শীঘ্রই এই আসন্ন সিনেমার নাম প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু তার আগেই সিনেমা প্রেমিদের মনে ব্যাপক রকম উচ্ছাস চোখে পড়েছে। শোনা গিয়েছে, শাহরুখ খানের এই আসন্ন সিনেমাতে অভিনেত্রীর ভূমিকাতে দেখা যাবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা (Nayanthara) এবং বলিউড খ্যাত তরুণ অভিনেত্রী সানায়া মালহোত্রা (Sanya Malhotra)।

31c33

আরও পড়ুন ….বলি পাড়ার রক্তমাংসের ঈশ্বর! ৪ হাতের প্রতিবন্ধী শিশুর সাহায্যে পাশে সোনু সুদ

তবে শুধু মাত্র এই সিনেমাটি নয়, বক্সঅফিস কাপিয়ে তুলতে একের পর এক হিট সিনেমা উপহার দিতে চলেছেন শাহরুখ। তাদের মধ্যে অন্যতম হল বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা ‘ডানকি’। জানা গিয়েছে, এই সিনেমার প্রথম ভাগের শ্যুটিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং বাকি অংশের শ্যুটিং শেষ করতে খুব শীঘ্রই অগ্রসর হবেন বাদশাহ। কিন্তু এই সমস্ত সিনেমা গুলির থেকে এক অন্য মাত্রায় অবস্থান করছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালিত সিনেমা পাঠান‘’। জানা গিয়েছে, খুব সম্ভবত ২০২৩ সালে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। সিনেমাতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা জন আব্রাহাম এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-কে। অতএব বোঝাই যাচ্ছে বাদশাহের একের পর এক হিট সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শক মহলে বিনোদনের কমতি হবে না তা বলাই বাহুল্য।




Leave a Reply

Back to top button